শাকিবের ‘তুফান’-এর টিজার যে ৭ কারণে ঝড় তুলল
গত মঙ্গলবার বিকেলে আলফা আই, চরকি ও এসভিএফের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে প্রকাশ করা হয় রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি গতকাল বুধবার ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এভাবেই জানানো হয়েছে, ‘ঝড়ের বেগে এক কোটি পার।’ কিন্তু কী এমন আছে টিজারটিতে, যা দর্শকেরা এত পছন্দ করেছেন? জেনে নেওয়া যাক সম্ভাব্য সাতটি কারণ।
অন্য শাকিব
সিনেমায় শাকিব খান আছেন—ভক্তদের জন্য কেবল এ তথ্যই যথেষ্ট। নির্মাতা কে, গল্প কী—এ সবই যেন তুচ্ছ। দেশের সিনেমার অন্যতম এই তারকার সিনেমা সুপারহিট করে ভক্তরা অনেকবারই সেই প্রমাণ দিয়েছেন। তবে ‘তুফান’-এর টিজারে যে শাকিবকে দেখা গেছে, তাঁকে আগে কে কবে দেখেছে! তাঁর হাঁটাচলা, গাড়ির বনেটে বসে থাকা, মেশিনগান চালানো—পর্দায় যেন অন্য শাকিবের বিভাগের ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশের মূলধারার বাণিজ্যিক সিনেমায় তারকাদের যেভাবে পর্দায় ‘সুপারস্টার’ হিসেবে হাজির করা হয়, ‘লার্জার দেন লাইফ’ভাবে দেখানো হয়, সেটা টিজারে নির্মাতা ভালোভাবেই করেছেন। যা দেখে অনেক ইউটিউবার, দর্শক মন্তব্য করেছেন, এ যেন এক অন্য শাকিব। এভাবে টিজারে আগে দেখা যায়নি তাঁকে।
অভিনেতা শাকিব
পর্দায় তারকা শাকিবকে অনেকবারই দেখা গেছে। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর সিনেমাগুলোতে অভিনেতা শাকিবকেও ভালোভাবেই পাওয়া যাচ্ছিল। কিন্তু ‘তুফান’-এর টিজারে শাকিব যেভাবে পর্দায় নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, তা দেখে অনেকেই বলে উঠেছেন—এই না হলে অভিনেতা শাকিব। বিশেষ করে টিজারের শেষের দিকে বাথটাবের দৃশ্যটিতে তিনি যেভাবে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন, সেটা ছিল দারুণ।
চঞ্চলের বাজিমাত
‘তুফান’-এর টিজার ছিল শাকিবময়। কিন্তু টিজারের একেবারে শেষে স্বল্প সময়ের উপস্থিতি দিয়েই নিজের জাত চিনিয়েছেন চঞ্চল চৌধুরী। এই মুহূর্তে দুই বাংলায় অন্যতম চর্চিত এই অভিনেতার মুখে, ‘তুফান, ভয় পাইছি রে’ সংলাপ আর হাসি শুনে চমকে গেছেন দর্শক-ভক্তরা। অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘শাকিব ভার্সেস চঞ্চল, এবার হবে সেয়ানে সেয়ানে টক্কর।’
শুরুর মনোলগ
‘তুফান’ সিনেমার টিজার শুরুই হয় শাকিব খানের ভয়েস ওভারে মনোলগ দিয়ে। যেখানে সাধু ভাষায় ঢাকাই সিনেমার এই নায়ককে নিজের আধিপত্য বিস্তারের ঘোষণা দিতে শোনা যায়। এ ধরনের মনোলগ আগে শাকিবের মুখে খুব একটা শোনা যায়নি। এটিও মুগ্ধ করেছে তাঁর ভক্ত-অনুসারীদের।
গানের জাদু
‘তুফান’-এ কয়টি গান থাকবে? কারা গানগুলো গেয়েছেন? এসব কিছুই এখনো জানা যায়নি। তবে টিজারে বাজতে থাকা ‘তুফান এল রে’ শুনে মুগ্ধ সবাই। পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবারও গানটির প্রশংসা করেছেন। অনেকে এমনও বলেছেন, সিনেমা মুক্তির পর গানটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে।
অন্য স্বাদ
এটা বাংলাদেশের সিনেমার টিজার? ‘তুফান’-এর ঝলক দেখার পর প্রশ্নটি মনে হয়েছিল অনেকেরই। টিজারে যেভাবে অতীতের একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট দেখানো হয়েছে, অ্যাকশনের ঝলক প্রকাশ্যে এসেছে, তা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, বাংলাদেশি সিনেমা হিসেবে ‘তুফান’-এর টিজার নিয়ে তাঁদের যা প্রত্যাশা ছিল, সেটি ছাড়িয়ে গেছে।
এবং রায়হান রাফী
‘পরাণ’, ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা আর অন্যান্য ওয়েবের কাজ দিয়ে রায়হান রাফী এর মধ্যেই নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বাণিজ্যিক আর শৈল্পিক ঘরানার মিশ্রণে চলচ্চিত্র নির্মাণ সহজ নয়। কিন্তু অনেকেই রাফীর মধ্যে গুণটি আছে বলে মনে করেন। রাফী নির্মাতা হিসেবে আবারও নিজেকে চিনিয়েছেন ‘তুফান’-এর টিজারে। এর প্রতিটি শট, সংলাপ দিয়ে যেভাবে গল্পের ঝলক দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন অনেকে।
পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।