ঠিক কোন বয়সে অভিনয়ে আসা উচিত, জানালেন তমা

তমা মির্জা। ছবি: ফেসবুক

চিত্রনায়িকা তমা মির্জার ক্যারিয়ারের বয়স ১৫ বছর। কিশোরী বয়সেই অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই অভিনেত্রী নতুনভাবে বারবার ফিরছেন সিনেমায়। পাচ্ছেন দর্শকদের প্রশংসা। দীর্ঘ ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন, এখন তিনি পরিণত। নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার এখনই সময়।

তমা মনে করেন, একটা নির্দিষ্ট সময় পার করে পেশাগত জীবন শুরু করা উচিত। সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি সিনেমায় নাম লেখান। সেই সময়ে সবে এসএসসির গণ্ডি পেরিয়েছিলেন।

তমা মির্জা। ছবি: ফেসবুক

এই অভিনেত্রীর ভাষ্যে, ‘সবকিছুরই একটা সময় থাকে। আমি এখন পরিণত, আমি এখন যতটা বুঝি, শুরুতে ততটা বোঝার সুযোগ ছিল না। একটি সিনেমা করলে কী হবে, সেটা ভেবেই পর্দায় আসা। পরে বড় পর্দায় নিজেকে দেখে মনে হয়েছে, আরেকটা সিনেমা করি।’

এভাবেই ১৮ পেরোনোর আগে বেশ কিছু সিনেমায় নাম লেখান তমা। দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন। পরে একসময় তাঁকে সিনেমায় কম দেখা যায়। তিনি বলেন, ‘এখন যেটা বুঝি, এটাই আমার সিনেমার জন্য প্রপার টাইম। অনেকে বলে, ২০২০ সাল থেকে আমি ক্যারিয়ারের সেকেন্ড ইনিংস শুরু করেছি। পাঁচ বছর হলো। এই সময়ে আমি গ্র্যাজুয়েশন শেষ করে আসছি। কেউ যদি অভিনয়ে আসতে চান, তাঁরা ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে, বিশ্ববিদ্যালয়ে অন্তত দুই বছর পড়াশোনা করে তবেই অভিনয়ে আসা উচিত।’

‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা ও আফরান নিশো। ছবি: ফেসবুক

তমা মনে করেন, যেকোনো পেশায় আসার আগে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাহলে ক্যারিয়ার শুরুর আগে এটা যে কাউকে ম্যাচিউর করে তুলবে। ‘বলা হয়, সবকিছুর একটা সময় থাকে। ওইটা আমার সময় ছিল না। যদিও আমি তো ওই সময়ে কিছু ভালো কাজ করেছি। এটা নিয়ে রিগ্রেট করছি না। কিন্তু যেসব তরুণ অভিনয়ে আসতে চান, তাঁদের উদ্দেশে অভিজ্ঞতা থেকে বলব, একটা সময়ের পর প্রস্তুতি নিয়ে আসা উচিত।’

তমা মির্জা। ছবি: ফেসবুক

তমা মির্জা ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন। সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন শাকিব খান। ‘নদীজন’ সিনেমা দিয়ে তিনি পার্শ্বচরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কিন্তু তখনো বড় পরিসরে নিজেকে মেলে ধরার চেষ্টায় ছিলেন।

২০২০ সালের দিকে সেই চেষ্টা সফল হয়। তমা নাম লেখান ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। রায়হান রাফীর এই সিনেমা দিয়েই তিনি আলোচিত হন। পরে ‘৭ নম্বর ফ্লোর’, ‘ক্যাফে ডিজায়ার’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও সর্বশেষ ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন।

আরও পড়ুন