সম্প্রতি মিমের দেখা সেরা সিরিজ কোনটি

বিদ্যা সিনহা মিম। ছবি: শিল্পীর সৌজন্যে

কয় দিন আগেই জানা গিয়েছিল, নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন বছরের শুরুতেই হতে পারে শুটিং। তবে নতুন এই সিনেমার খবর নাকি তিনি নিজেই জানতেন না। জানালেন, আপাতত সিনেমায় ব্যস্ত নন, তবে টানা ব্যস্ততা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে।

বিদ্যা সিনহা মিম। ছবি: শিল্পীর সৌজন্যে

মিম জানান, কিছু সিনেমা নিয়ে কথা হয়েছে। সেগুলো এখনো কোনোটি চূড়ান্ত করেননি। তা ছাড়া বর্তমান সময়ে সিনেমা নির্মাণ কমে গেছে। যে প্রভাব পড়ছে ঢালিউডে। মিম বলেন, ‘কয় দিন আগেই দেখেছিলাম কেউ কেউ লিখেছে, আমি সিনেমার শুটিং করতে যাচ্ছি। সেই সময়ে কেউই আমার সঙ্গে কথা বলেননি। আমি আসলে আপাতত কোনো সিনেমার শুটিং করছি না। তবে সামনে কাজ রয়েছে, সেটা সময়েই জানাব।’

বিদ্যা সিনহা মিম। ছবি: শিল্পীর সৌজন্যে

সিনেমার শুটিং না থাকলেও বর্তমানে মাসের বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হচ্ছে অভিনেত্রীকে। জানা গেল, সিনেমার শুটিং না থাকলেও অলস বসে থাকার সময় নেই। এখন তাঁর সব শিডিউল ঈদের কাজগুলোকে ঘিরে। ‘প্রতিদিন আমাকে শুটিং করতে হচ্ছে। ঈদের বিভিন্ন হাউসগুলোর ড্রেস, বিজ্ঞাপন, প্রমোশনসহ ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছি, সেই কাজ নিয়ে টানা ব্যস্ততা যাচ্ছে। অনেক সময় সকাল-সন্ধ্যা এভাবেই কেটে যাচ্ছে। আপাতত ঈদকে ঘিরে সিনেমার বাইরে এগুলো নিয়ে টানা থাকতে হবে,’বলেন মিম।

বিদ্যা সিনহা মিম। ছবি: শিল্পীর সৌজন্যে

তবে ব্যস্ততার পাশাপাশি নিজেকে সময় দিচ্ছেন। পছন্দের বই পড়া ও সিনেমা দেখে সময় কাটাচ্ছেন এই নায়িকা। সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো লেগেছে কোন সিনেমা, সিরিজ জানতে চাইলে তিনি বলেন, ‘এর মধ্যে নেটফ্লিক্সে বেশ কিছু সিনেমা দেখেছি। তবে “স্কুইড গেম”-এর পরবর্তী সিক্যুয়েল সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুণ একটি সিরিজ। প্রথম রিলিজ হওয়ার পরও দেখে ভালো লেগেছিল। এবারও দেখে দারুণ সময় কাটল।’

আরও পড়ুন