বছরজুড়ে সিনেপ্লেক্সে দেশ-বিদেশের ৮২ সিনেমা, সেরা ১০–এর তালিকায় কী কী

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরীকোলাজ

২০ বছরের বেশি সময় ধরে দেশে স্টার সিনেপ্লেক্স দেশ-বিদেশের সিনেমা প্রদর্শন করে আসছে। সিনেমাপ্রেমীদের কাছেও ধীরে ধীরে সিনেপ্লেক্স পছন্দের প্রেক্ষাগৃহ হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে গত দুই দশকে ১৯টি স্ক্রিন নিয়ে পরিচালিত হচ্ছে স্টার সিনেপ্লেক্স। ২০২৪ সালে সিনেপ্লেক্স দেশ–বিদেশের বিভিন্ন ভাষার ৮২টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। বছর শেষে প্রতিষ্ঠানটি জানাল ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকা ১০ ছবির নাম। হলিউড, বলিউডকে ছাপিয়ে এ তালিকায় ১ নম্বরে আছে ঢালিউডের ‘তুফান’।

আরও পড়ুন
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর দৃশ্য। আইএমডিবি

একটা সময় স্টার সিনেপ্লেক্সে হলিউড সিনেমায় আগ্রহ ছিল সিনেমাপ্রেমীদের। কয়েক বছর ধরে সেই আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। দর্শকের এখন দেশি সিনেমায় আগ্রহ বেশি, ব্যবসায়িক দিক থেকেও সফলতা পাচ্ছে তারা। ২০২৪ সাল শেষ হতেই স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, বছরটায় দর্শকের আগ্রহ ও ব্যবসায়িক দিক থেকে হলিউড-বলিউডের ছবিকে ছাপিয়ে গেছে শাকিব খানের ‘তুফান’। স্টার সিনেপ্লেক্স থেকে প্রকাশিত তালিকায় দেখা গেছে, দ্বিতীয় স্থানে আছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’।

আরও পড়ুন
‘ডানকি’র দৃশ্য। ছবি : আইএমডিবি

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানিয়েছেন, যে ১০ সিনেমা সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি চলেছে, এর মধ্যে সবার প্রথমে আছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ছবিটি এ বছরের তো বটেই, ২০ বছরের ইতিহাসে একক ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করেছে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশি ছবির মধ্যে এ বছর সবচেয়ে বেশি আগ্রহ ছিল ‘রাজকুমার’, ‘মোনা: জ্বিন–২’, ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’, ‘ওমর’, ‘দরদ’, ‘৮৪০’, ‘প্রিয় মালতী’ ও ‘৩৬-২৪-৩৬’।

আরও পড়ুন
‘রাজকুমার’–এর গানের দৃশ্য। ফেসবুক থেকে

এদিকে হলিউড, বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা ১০ ছবির তালিকার মধ্যে প্রথমেই আছে ‘তুফান’। এরপর আছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘ডানকি’, ‘গডজিলা এক্স কং’, ‘ক্রু’, ‘মোয়ানা–২’, ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’, ‘কুংফু পান্ডা ৪’, ‘রাজকুমার’ ও ‘দরদ’। এ বছর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি–বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া চারটি হলিউডের, তিনটি বলিউডের এবং বাকি তিনটি ছবি ঢালিউডের! ঢালিউডের তিন ছবির সব কটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।

‘মোয়ানা ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

মেজবাহ আহমেদ বলেন, বছরটা সিনেপ্লেক্সের বলার মতো অতটা ভালো যায়নি। বলিউডের সিনেমাও ফ্লপ গেছে। হলিউড আহামরি চলেনি, যা চলেছে, সবই গড়পড়তা। সব মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, এ জন্য মানুষ কম সিনেমা দেখেছে। তারপরও সব মিলিয়ে ‘তুফান’ একমাত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছে।

‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান
ছবি : পরিচালকের সৌজন্যে
আরও পড়ুন