এক ছবিতে পার্থ–শাওন

পার্থ বড়ুয়া। ছবি: ফেসবুক

কয়েক দশকের সংগীতজীবন পার্থ বড়ুয়ার। এই সময়টায় গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলছেন তিনি। হঠাৎ হঠাৎ তাঁকে অভিনয়েও পাওয়া গেছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘মেইড ইন চিটাগাং’ ছবিতে। দুই বছর পর আবারও চলচ্চিত্রের শুটিং শুরু করলেন পার্থ বড়ুয়া। ছবির নাম ‘নীল জোছনা’। এদিকে একই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দেড় দশকের বিরতি ভাঙলেন মেহের আফরোজ শাওন। পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক দিন ধরে ছবিটির শুটিং চলছে।

নীল জোছনা ছবি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। জানা গেছে, ‘নীল জোছনা’ সিনেমায় পার্থ বড়ুয়া অভিনয় করছেন ডা. তরফদার নামের একটি চরিত্রে। ‘নীল জোছনা’ ছবিতে অভিনয়ের কারণ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘পরিচালক আরেফীনের সঙ্গে আমার বন্ধুত্ব চমৎকার। যখন গল্পটা শোনায়, তখনই ভালো লাগে। চরিত্রটাও পছন্দ হয়। আমার কাছে মনে হয়েছে নতুন অভিজ্ঞতা হবে। কয়েক দিনের শুটিংও বেশ উপভোগ্য মনে হচ্ছে।’

পার্থ বড়ুয়া
ছবি : পার্থ বড়ুয়ার ফেসবুক থেকে

পার্থ বড়ুয়া প্রথম অভিনয় করেন অমিতাভ রেজার ‘আয়নাবাজি’তে। এ ছবিতে তাঁর অভিনীত সাংবাদিক চরিত্রটি প্রশংসিত হয়। এদিকে পার্থ বড়ুয়া প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘ডা. তরফদার চরিত্রের জন্য পার্থ বড়ুয়া মানানসই হবেন। তাই চরিত্রটি নিয়ে আলাপ করি। তিনিও চিত্রনাট্য নিয়ে আড্ডার সময় অভিনয় করতে রাজি হন। এটা বলতে পারি, এ ধরনের চরিত্রে পার্থ বড়ুয়াকে এর আগে কেউ দেখেননি।’

মেহের আফরোজ শাওন
ছবি : শাওনের ফেসবুক থেকে

মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি–বিষয়ক উপন্যাস নীল জোছনার জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ‘নীল জোছনা’।

এদিকে মেহের আফরোজ শাওনকে সর্বশেষ আমার আছে জল ছবিতে অভিনয়ে দেখা গেছে। তারপর তাঁকে কোনো সিনেমায় অভিনয়ে পাওয়া যায়নি। পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্যমতে, নীল জোছনাতে অভিনয় দিয়ে চলচ্চিত্রের বিরতি ভাঙলেন তিনি। ছবির গল্প-চিত্রনাট্য, পরিচালক, টিম ও সার্বিক আয়োজন ভালো লাগার কারণে ছবিটিতে অভিনয়ে সম্মত হয়েছেন, এমনটি জানা গেছে।

পার্থ বড়ুয়া ও মেহের আফরোজ শাওন ছাড়া নীল জোছনায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, কলকাতার পাওলি দাম প্রমুখ।