খুব ঝুঁকি নিয়ে ‘৮৪০’ বানিয়েছি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিশা
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপাত্মক সিনেমা ‘৮৪০’। সিনেমাটিতে প্রযোজক হিসেবে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার প্রচারে আজ বিকেলে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘৮৪০’ নিয়ে কথা বলেছেন তিনি। তিশার সঙ্গে ছিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয় কলা ও মানববিদ্যা অনুষদের এক নম্বর গ্যালারিতে।
‘“৮৪০” বানানো হয়েছিল ২০২৩–এর নভেম্বর মাসে। খুব রিস্ক নিয়ে আমরা সিনেমাটা বানিয়েছি।’ বলেন তিনি।
নুসরাত ইমরোজ তিশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের ভবিষ্যৎ। আমরা যদি দেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় হতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়ানোর জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আমাদের এই সিনেমা বানানো হয়েছে। আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। পরিবারকেও সঙ্গে নিয়ে যাবেন।’
খুব তাড়াতাড়ি প্রচার করতে হচ্ছে উল্লেখ করে তিশা বলেন, ‘সাধারণত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অনেক সময় নিয়ে ক্যাম্পেইন করা হয়। তবে এটা চার দিনের নোটিশে মুক্তি দিয়েছি। এ জন্য আমরা যথাযথ প্রচার করতে পারিনি। এখন আমরা সব জায়গায় জানান দেওয়ার চেষ্টা করছি। সিনেমাটি সবার দেখা উচিত।’
এই প্রচার অনুষ্ঠানের শুরুতে ‘৮৪০’ সিনেমার ট্রেলার দেখানো হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মাতেন তিশা ও নাসির উদ্দিন খান। এ সময় তাঁরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও ছিলেন নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা।
নাসির উদ্দিন খান একপর্যায়ে শিক্ষার্থীদের কাছে জানতে চান, কেউ ভোট দিয়েছেন কি না। জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘যাওয়ার আগেই ভোট হয়ে যায়।’ তিশা যোগ করেন বলেন, ‘এই বিষয়গুলো তোমরা সম্পৃক্ত করতে পারবা। অনুধাবন করতে পারবা। ভবিষ্যতে এই অবস্থা যেন দেশে না হয়, সেই উদ্যোগটা তোমরা নিতে পারবা। এ কারণেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া। ছাত্রসমাজকে সক্রিয় করার জন্য, এই যে তাঁদের অবদান—এসব অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।’
শিক্ষার্থীদের উদ্দেশে নাসির উদ্দিন খান বলেন, ‘সব সময় নিজের বিবেককে জাগ্রত রাখবা। একজন একটা কথা বলেছে, সেটি বিশ্বাস করে আমরা অনেক কিছু করে ফেলছি। শেয়ারও দিয়ে দিচ্ছি। কিছু ঘটলে আমরা উত্তেজিত হয়ে যাই। পরে গোলমাল হয়। তোমরা নিজের বিবেককে কাজে লাগাবা। এসবের সত্যতা যাচাই করবা। এই সিনেমাতে তোমরা এমন এক আইটেম পাবা।’
নাসির উদ্দিন খান আরও বলেন, ‘সচেতন হওয়ার জন্য আমরা অনেক চর্চা করি। “৮৪০”ও এমনই ভালো কনটেন্ট, যেখান থেকে তোমারা অনেক কিছু জানতে পারবা। উপভোগ করতে পারবা। সেটা বন্ধুদের নিয়ে হোক কিংবা পরিবারের সদস্যদের নিয়ে হোক।’
অনুষ্ঠানে এক শিক্ষার্থী নুসরাত ইমরোজ তিশাকে প্রশ্ন করেন, তিনি কীভাবে এতটা সাধারণ থাকেন? জবাবে তিশা বলেন, ‘আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি। সেটা জীবনে হোক, পরিধানে হোক কিংবা জীবনযাপনে হোক। আমার জীবন অনেক সহজ। সেটাকে সহজই রাখতে চাই। কোনো জটিলতার মধ্যে ঢুকতেও চাই না। এমন কিছু বলতে চাই না, যেটাতে মানুষ কষ্ট পাবে বা এমনকিছু করতেও চাই না, যেটা দেখে মানুষ কষ্ট পাবে।’
এর আগেও মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ প্রযোজনা করেছেন তিশা। তবে কোনোটিই দেশের সিনেমা হলে মুক্তি পায়নি। মুক্তির আগে সংবাদ সম্মেলনে তিশা বলেন, ‘আমার প্রযোজিত প্রথম কোনো সিনেমা বাংলাদেশে মুক্তির খবরটি খুবই ভালো লাগার। একটা মানুষের স্বপ্ন থাকে। ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চেয়েছি। সামনে আরও সিনেমা বানাতে চাই।’
সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরীন ও সম্পাদনায় তাহসিন মাহিম। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতউল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ অনেকে।