আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না: শাকিব খান
হয়ে গেল চিত্রনায়ক শাকিব খানের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখতে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, রুকাইয়া চমক ও সিনেমাটির পরিচালক অনন্য মামুন।
প্রদর্শনী শেষে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব খান। ঈদ ছাড়া মুক্তি পাওয়ার পরও ‘দরদ’ সিনেমার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন শাকিব। ঢাকাই সিনেমার বড় এ তারকা বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন “দরদ”–এর। তার মানে বোঝা যায়, ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সব সময়ই সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন “প্রিয়া আমার প্রিয়া”, “কোটি টাকার কাবিন”—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সব সময়ই প্রমাণিত হয়ে এসেছে, আজকে “দরদ” দিয়েও প্রমাণিত হলো যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’
সাম্প্রতিক সময়ে দেশের নায়িকাদের তুলনায় শাকিবের বিপরীতে বিদেশি নায়িকাদের বেশি দেখা যাচ্ছে। ইধিকা পাল, মিমি চক্রবর্তীর পর ‘দরদ’–এ শাকিবের বিপরীতে দেখা গেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরে দুই–তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এ জন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’
‘দরদ’ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফাতিমা চরিত্রে তাঁর নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো–থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।