শাকিবের ‘দরদ’ নিয়ে আসলে কী হচ্ছে, ভক্তরা কেন খেপেছেন
তিন দিন পর মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘দরদ।’ প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, প্যান ইন্ডিয়ান সিনেমা। যাহোক, সিনেমাটি নিয়ে শুরু থেকে শাকিব–ভক্তদের আগ্রহ দেখা গেলেও এখন হাতাশ বেশির ভাগই। কারণ, সিনেমার গান, টিজার, ট্রেলার, পোস্টার প্রকাশে আরও সচেতন হওয়া দরকার ছিল বলে মনে করছেন তাঁরা। যে কারণে ভক্তরাই বলছেন খুশি নন সিনেমার প্রচারণায়। এদিকে মুক্তির দিন যতই কাছে আসছে, ততই সিনেমার পরিচালকে নিয়ে শাকিব–ভক্তদের অভিযোগ বাড়ছে।
সিনেমার পরিচালক অনন্য মামুন শুটিংয়ের আগে ও পরে ‘দরদ’ সিনেমা নিয়ে আওয়াজ ওঠালেও বর্তমানে সিনেমাপ্রেমীদের হতাশ হওয়ার বেশ কারণ রয়েছে। ফেসবুকে কেউ কেউ লিখেছেন, ‘প্রিয় তারকার সিনেমা আগে কখনোই এতটা অসহায় প্রচারণায় পড়েনি’, ‘শাকিবের সিনেমা নিয়ে এমন শুধু শুধু আওয়াজও আগের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখা যায়নি।’ শুধু তা–ই নয়, একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেননি পরিচালক; এ নিয়ে ক্ষমাও চেয়েছেন অনন্য মামুন। পরে জানিয়েছেন জটিলতার কথা। তবে এসব কাণ্ডে ঢালিউড সিনেমার ভক্তরা কেউ কেউ হতাশ হয়েছেন।
এর মধ্যেই গতকাল টি-সিরিজ বাংলা থেকে বাংলা ভার্সনে ‘দরদ’ সিনেমার ‘এই ভাসাও’ শিরোনামে গান প্রকাশ পেয়েছে। একই সঙ্গে টি–সিরিজের আরেকটি ইউটিউব চ্যানেল টপ চার্টবাস্টার থেকে হিন্দিতে গান প্রকাশ পেয়েছে। টাইগার মিডিয়া থেকে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। একই দিনে তড়িঘড়ি করে মুক্তি পেয়েছে গান ও ট্রেলার। এ নিয়েও রাজিব নামের শাকিব–ভক্তদের প্রশ্ন, ‘পরিচালক কথা দিয়েছিলেন টি–সিরিজের মেইন ইউটিউব চ্যানেল থেকে গান, ট্রেলার আসবে, তাহলে প্রচারণা আরও জমত কিন্তু এল না কেন?’
একটু পেছন ফিরলে দেখা যাবে, অনন্য মামুন বিভিন্ন সময় ঘোষণা করেছিলেন, দুবাইয়ে বড় পরিসরে সিনেমার প্রচারণায় যাবেন। শাকিবের ৫০ ফিট কাটআউট তৈরি করবেন, এটি দেখেও আরও হতাশ ভক্তরা। বড় পরিসরে সিনেমাটি মুক্তি, নিবন্ধন করে বড় একটি প্রচারণার টিম তৈরি, পোস্টার এসব নিয়েও প্রশ্ন উঠছে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের সিনেমা উৎসব ছাড়া মুক্তি পায়নি। সেখানে ১৫ নভেম্বর মুক্তি নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অনন্য মামুন।
ঈদ ছাড়াই সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক। তবে তানভীর রহমান নামের এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব খানের সিনেমা ‘দরদ’ এবার ঈদ ছাড়াই মুক্তি পাচ্ছে। দেখা যাক কতটা সফল হতে পারে। তবে ‘দরদ’ ছবিটা যদি ফ্লপ করে সে ক্ষেত্রে প্রচারণার গড়িমসি অনেকাংশেই দায়ী থাকবে। কারণ ‘প্রিয়তমা’, ‘তুফান’–এর মতো এই সিনেমাটির প্রচারণা হয়নি।
তারপরও শাকিব–ভক্তদের অনেকে খুশি। সালমান জামান নামের এক শাকিবিয়ান বাংলা চলচ্চিত্র সমালোচনার একটি গ্রুপে লিখেছেন, ‘অনন্য মামুন বোধ হয় জীবনে এই প্রথম সত্য কথা বলল বা কথা রাখল। পূর্ব ঘোষণা মোতাবেক মুক্তি দিল “দরদ” ট্রেলার। আমার কাছে ভালো লাগল। প্রেম, কমেডি, থ্রিলার, অ্যাকশন—সবকিছুই বোধ হয় কমবেশি পাচ্ছি। শাকিব খান পারফেক্ট, যাহোক শুভকামনা ১৫ তারিখ মুক্তির অপেক্ষায় থাকা “দরদ”–এর জন্য।’
এদিকে গান প্রকাশে বাধার মুখে পড়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। তিনি লিখেছেন, ‘কেন এক বছর আগে শুটিং করেও গান দিতে সময় লাগে, কেন দেরি হলো, সেগুলোর উত্তর বা যুক্তি দিতে চাই না। তাহলে নিজেদের মিডিয়ার মাফিয়া ভাবা অনেকের মুখোশ খুলে যাবে। কোথায় বাধা আসেনি? সেন্সর, বিদেশে মুক্তি, টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে গুজব ছড়ানো, গান রিলিজে বাধা, বিদেশে মুক্তিতে জটিলতা সৃষ্টি করাসহ কত কিছুই করা হলো। হয় তো আমার অনেক কষ্ট হয়েছে। আমি তো একা ছিলাম। তবে আমাকে সাহস দিয়েছেন শাকিব ভাই।’