ঈদের কোন সিনেমা আইএমডিবি রেটিংয়ে পিছিয়ে

শাকিব খান। ছবি: ফেসবুক

ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এখনো আলোচনা চলছে। এই আলোচনা–সমালোচনায় পিছিয়ে নেই ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)–এর রেটিং। ঈদের ছয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কেমন, সেটা বোঝা যায় আইএমডিবির রেটিং, দর্শকদের ভোট, কতজন সিনেমাটিকে ‘ওয়াচিং লিস্ট’–এ রাখছেন, এসব দেখে। আইএমডিবি রেটিংয়ে ঈদের কোন সিনেমা এগিয়ে ও পিছিয়ে, তা দেখে নিতে পারেন।

‘অন্তরাত্মা’ সিনেমার পোস্টার

ঈদে মুক্তির পরই হল থেকে নেমে যায় শাকিব খানের দুই সিনেমার একটি ‘অন্তরাত্মা’। শোনা গিয়েছিল সিনেমাটির দর্শক–খরা। রাজধানীতে শুধু ব্লকবাস্টার সিনেমা ছাড়া ঢাকায় দেখার উপায় নেই। সেই সিনেমাটিই অবাক করার মতো ঘটনা ঘটিয়েছে আইএমডিবি রেটিংয়ে। সিনেমাটির রেটিং ঈদের সিনেমার মধ্যে সবচেয়ে বেশি। যদিও ভোট দিয়েছেন কমসংখ্যক ভক্ত; ৭০০ জন আইএমডিবি ব্যবহারকারী। সিনেমাটির রেটিং ৭.৯। সিনেমাটি নিয়ে সমালোচনায় এক ভক্ত লিখেছেন, ‘আইএমডিবিতে শাকিবের “পচা শামুক”ই এগিয়ে রইল। ব্যাপারটা মন্দ না।’ ‘অন্তরাত্মা’ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী।

‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম

ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘চক্কর ৩০২’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সেই মুক্তি পেয়েছে। হলের সংখ্যাও কম। তবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৮। ঈদের সিনেমার মধ্যে ২ নম্বরে রয়েছে এটি। তবে সিনেমাটির ভোট মাত্র ৭০০–এর মতো।

ঈদের সিনেমার মধ্যে এখন পর্যন্ত আলোচনায় শীর্ষে রয়েছে সিনেমাটি। তবে রেটিংয়ে এর অবস্থান ৩ নম্বরে। এই সিনেমাটির নাম ‘বরবাদ’। শাকিব খানের এই সিনেমাটির আইএমডিবি রেটিং ৭.৫। ১১ হাজার দর্শক ভোট দিয়েছেন। প্রায় ১০ হাজার দর্শক সিনেমাটি দেখার জন্য ওয়াচিং লিস্টে রেখেছেন। শতাধিক ভক্ত সিনেমাটির সমালোচনা লিখেছেন।

‘বরবাদ’–এ ইধিকা পাল। ভিডিও থেকে

অন্যদিকে সিয়ামের ভক্তরা বলছেন, এই অভিনেতার ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘জংলি’। পোস্টার ও প্রচারণা থেকেই আলোচনায় ছিল। মুক্তির পরে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তবে সিনেমাটি আইএমডিবি রেটিংয়ে এগিয়ে রয়েছে, রেটিং ৬.৯। ২ হাজার ২০০ দর্শক সিনেমাটিকে ভোট দিয়েছেন। এটি পরিচালনা করেছেন এম রাহিম। সম্প্রতি বেশ কিছু সিনেমা হলে ‘জংলি’র প্রদর্শনীর সংখ্যা বাড়ছে।

‘জংলি’ সিনেমার পোস্টার

ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শুরুতে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে ছিল ‘দাগি’। রেটিং ছিল আটের বেশি। পরবর্তী সময়ে এর রেটিংয়ে ধস নামে। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো অভিনীত সিনেমাটি ৪.৯ রেটিং নিয়ে ৫ নম্বরে রয়েছে। ভোট দিয়েছেন ৮ হাজার ২০০ আইএমডিবি ব্যবহারকারী। দেড় হাজার দর্শক সিনেমাটিকে ‘ওয়াচিং লিস্টে’ রেখেছেন। সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপুসহ অনেকে।

‘দাগি’ সিনেমার পোস্টারে আফরান নিশো

এবারের ঈদে সবচেয়ে কম রেটিং পাওয়া সিনেমা ‘জ্বীন–৩’। যদিও সিনেমাটি ‘কন্যা’ গান দিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছিল। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও গল্পের কারণে এটি সাফল্য দেখাতে পারেনি। হলের সংখ্যাও কম পায়। সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটির আইএমডিবি রেটিং ১০–এ মাত্র ৪.৪। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

‘জ্বীন-৩’ সিনেমার পোস্টার