ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে যেসব সিনেমা
গত শনিবার শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র। আজ উৎসবের পঞ্চম দিন। উৎসবে বাংলাদেশের সিনেমা ‘নীলপদ্ম’–এর প্রিমিয়ার হবে আজ। এ ছাড়া আরও যেসব সিনেমা প্রদর্শিত হবে, তা একনজর দেখে নিতে পারেন।
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল সাড়ে ১০টায় ‘ওয়েনিং’ (সিরিয়া) ও ‘ইন দ্য নেম অব ফায়ার’ (ভারত), বেলা একটায় ‘হানড্রেড ইয়ার্ডস’ (চীন), বেলা সাড়ে তিনটায় ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’ (চীন), পাঁচটায় ‘সামার টাইম’ (ইরান), সন্ধ্যা সাতটায় ‘নীলপদ্ম’ (বাংলাদেশ)।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল অডিটরিয়াম)
বেলা একটায় ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’ (রাশিয়া), বেলা তিনটায় ‘দ্য উইমেন অ্যান্ড দ্য ক্রস’ (লিশটেনস্টাইন), পাঁচটায় ‘দ্য স্পিরিচুয়ালাইজেশন অব জেফ বয়ড’ (সুইজারল্যান্ড), সাতটায় ‘পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল’ (জাপান)।
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
সকাল সাড়ে ১০টায় ‘বেলাইন’ (ভারত), বেলা ২টা ৩০ মিনিটে ‘ইন ফ্লেমস’ (কানাডা-পাকিস্তান) ও বিকেল সাড়ে চারটায় ‘উইদইন আ বিল্ডিং গ্রোভ’ (চীন)।
শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটরিয়াম)
সকাল সাড়ে ১০টায় ‘মার্টা’ (জর্জিয়া-রাশিয়া), থার্টি সেকেন্ডস (রাশিয়া), আনঅর্থোডক্স (গ্রিস), বেলা একটায় ‘দ্য সং’ (রাশিয়া), বেলা সাড়ে তিনটা ও বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ফুলেরা পোশাক পরে না’, ‘আলেয়া’, ‘নিষ্প্রাণ’, ‘তিয়াস’।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তন
সাড়ে ১০টায় প্রদর্শিত হবে ‘পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল’ (জাপান), বেলা একটায় ‘দ্য গার্ডিয়ান অব অনার’ (ফিলিপাইন), বেলা তিনটায় ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’ (চীন), পাঁচটায় ‘আন্নাস ওয়ার’ (রাশিয়া)।
গ্রিন বিশ্ববিদ্যালয় মিলনায়তন
সাড়ে ১০টায় ‘আন্নাস ওয়ার’ (রাশিয়া), একটায় ‘দ্য গার্ডিয়ান অব অনার’ (ফিলিপাইন), তিনটায় ‘দ্য লাস্ট ফ্রেঞ্জি’ (চীন)।