আলোচনায় থেকেও মুক্তি পায়নি যেসব চলচ্চিত্র, নেপথ্যে...

‘এশা মার্ডার’ ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে বাঁধনকেকোলাজ
বছরের শেষ ছবিটিও এরই মধ্যে মুক্তি পেয়েছে। ‘নকশী কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের ছবি মুক্তির যাবতীয় হিসাব–নিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর দেশের প্রেক্ষাগৃহে মোট ৪১টি ছবি মুক্তি পেয়েছে। বছরের মাঝামাঝি কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল, শেষ কয়েক মাসে এসে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। মুক্তি পাওয়া ৪১ ছবির মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি। ব্যবসায়িক সফলতা না পেলেও কোনো ছবি ঘিরে ছিল আলোচনা। কয়েকটি ছবি মুক্তির দৌড়ে আলোচনায় থাকলেও বছর শেষে দেখা যাচ্ছে, তা আর মুক্তি পায়নি। একনজরে দেখে নেওয়া যাক, মুক্তির আলোচনায় থেকেও কোন ছবিগুলো ঠিক কী কারণে মুক্তি পায়নি।

‘এশা মার্ডার’

চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে। টানা শুটিং করে ছবিটি পরের বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা শোনান পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। সানী সানোয়ার পরিচালিত এই ছবিটি নাম ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ছবিটির মুক্তি উপলক্ষে প্রকাশ করা হয় ফার্স্ট লুক পোস্টার এবং টিজারও। একটা সময় জানা যায়, ঈদুল আজহায় মুক্তি পাবে ছবিটি। তখন জানা যায়, কিছু প্যাচওয়ার্ক বাকি আছে। শেষ করে তবে মুক্তি দেবেন। এরপর রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটির প্যাচওয়ার্কের শুটিং করা সম্ভব হয়নি। তবে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, ‘এশা মার্ডার’ ছবির পোস্ট–প্রোডাকশন চলছে। পাশাপাশি প্যাচওয়ার্কের প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে নতুন বছরের শুরুর দিকেই  মুক্তির দিন-তারিখ ঘোষণা করতে পারবেন। বাঁধন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ইমামসহ অনেকেই।

‘মধ্যবিত্ত’ ছবির পোস্টার
নির্মাতার সৌজন্যে

‘মধ্যবিত্ত’

‘মধ্যবিত্ত’ ছবির সেন্সর ছাড়পত্র হয় বছরের মাঝামাঝি। এরপর মুক্তি নিয়ে কথাবার্তা শোনা যায়। পরিচালক একবার বলেছিলেন, ‘দরদ’ ছবির সঙ্গে মুক্তি দিতে চান। কিন্তু ‘দরদ’ নভেম্বরে মুক্তি পেলেও মুক্তি পায়নি ‘মধ্যবিত্ত’। এরপর ২০ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারিত হয়। শেষ পর্যন্ত এদিন প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’ মুক্তি পেলেও পায়নি তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’। পরিচালক আজ শুক্রবার প্রথম আলোকে জানালেন, ‘আমরা তো তৈরি। প্রচারণাও করেছি; কিন্তু মুক্তি দিতে পারিনি। তবে এখন মোটামুটি চূড়ান্ত, ছবিটি ৩ জানুয়ারি মুক্তি পাবে। বছরের প্রথম সিনেমা হিসেবে দেশের মানুষ “মধ্যবিত্ত” দেখবে। এরই মধ্যে “টান” শিরোনামে ছবির গান মুক্তি পেয়েছে। ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি, গানের মতো ছবিটি দর্শকমন ছুঁয়ে যাবে।’ ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প প্রসঙ্গে তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনো জায়গার চরিত্র বাদ যায়নি এই ছবিতে। তাঁর ভাষ্যে, ‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণিবিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনরেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

‘নীলচক্র’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে আরিফিন শুভকে
ছবি : পরিচালক মিঠু খানের সৌজন্যে

‘নীলচক্র’

২০২৩ সালে আরিফিন শুভর দুটি সিনেমা মুক্তি পায়। একটি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ অন্যটি ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ ছাড়া চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘উনিশ ২০’। এ বছর মুক্তির কথা শোনা গিয়েছিল এই তারকার ‘নীলচক্র’। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন ‘কাজলরেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী বালামের। মে মাসে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। পোস্টারে শুভর চরিত্র সম্পর্কে ধারণা দেন পরিচালক। শুভর পেছনে ঝাঁকড়া চুলের আরেকজনকেও দেখা গেছে, তিনি দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ ছবিতে দুটি গান গেয়েছেন বালাম। ‘নীলচক্র’ ছবির পরিচালক মিঠু খান আগে ‘অচেনা হৃদয়’ নামে একটি ছবি বানিয়েছেন। ‘নীলচক্র’ ছবির সর্বশেষ অবস্থা জানতে চাইলে মিঠু খান বলেন, ‘ছবির কাজ তো শেষ। কিন্তু সার্বিক পরিস্থিতির কথা ভাবলেই মাথায় চক্কর আসে। সম্প্রতি যেসব ছবি মুক্তি পেয়েছে, সেগুলোর অবস্থা তো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। তাই সময় নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা ছবিটি মুক্তি দেব।’ এই ছবিতে আরিফিন শুভর সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

‘জংলি’ সিনেমার পোস্টার
ফেসবুক থেকে

‘জংলি’

বছরের শুরুতে শুটিং শুরু হয় ‘জংলি’ ছবির। প্রেক্ষাগৃহে যখন ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ফার্স্ট লুক পোস্টার আসে এই ছবির। তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বছর শেষ হয়ে এলেও মুক্তির কোনো খবর দিতে পারেননি এই ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে পরিচালক এম রাহিম সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে। চমকের মাধ্যমে সেই ঘোষণা দিতে চান পরিচালক। এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।

আরও পড়ুন
‘নূর’ ছবিতে অভিনয় করেছেন ঐশী ও আরিফিন শুভ
ছবি : শুভর সৌজন্যে

‘নূর’

আরিফিন শুভ অভিনীত ‘নূর’ ছবির শুটিং তিন বছর আগে শুরু হয়েছিল। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজও শেষ হয়। প্রকাশ করা হয় ছবির ফার্স্ট লুক পোস্টার। এরপর একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গেলে বিপুল প্রশংসা পায়। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহের পারদ চড়তে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তির আলোয় যেন আসতেই চাইছে না ‘নূর’। এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তির কথা ছিল। ঈদুল আজহায় ‘তুফান’ মুক্তির সময় ‘নূর’ ছবির পরিচালক রায়হান রাফী জানান, শিগগিরই ‘নূর’-এর মুক্তির খবর দেবেন। ছয় মাসেও সে খবর আসেনি। এর মধ্যে জানা গেছে, ‘নূর’ ছবির সেন্সর ছাড়পত্র হয়ে গেলেও পরিচালকের মনে হয়েছে, আরও কয়েকটি দৃশ্য সংযোজন করা দরকার। তাই পুনরায় শুটিং করতে হবে।

ছবিসংশ্লিষ্ট আরেকটি সূত্রে জানা গেছে, পরিচালক রায়হান রাফী এবং চিত্রনায়ক আরিফিন শুভ দুজনেই নিজেদের অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন। তাই শিডিউল মেলানো সম্ভব হচ্ছে না। শিডিউল মেলাতে পারলেই শুটিং শুরু করবেন। এরপর মুক্তির প্রচারণায় নামবেন। ‘নূর’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে গণপিটুনিতে মারা গেছেন। একই দিনে মারা যান তাঁর চিত্রনায়ক ছেলে শান্ত খানও। ফলে ছবিটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ছবির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। পরিচালক ও আরিফিন শুভ মিলে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন ছবিটি মুক্তির। ‘নূর’ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

আরও পড়ুন