ঈদের ছুটিতে কেউ দেশের বাইরে, কেউ ঘুরছেন হলে হলে
ঈদের আগের দিন পর্যন্ত তারকাদের ব্যস্ততা থাকে এক রকম। ঈদের দিন থেকে চিত্রটা পাল্টে যায়। কেউ চলে যান দেশের বাইরে ঘুরে বেড়াতে। কেউ শিকড়ের টানে গ্রামে। কেউ ফাঁকা ঢাকায় মনের আনন্দে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়ান। আবার যেসব তারকার সিনেমা মুক্তি পায়, তাঁদের ব্যস্ততার চিত্র একদমই উল্টো। দুপুরের পর থেকে কয়েকজন তারকা ও পরিচালক–প্রযোজক ঘুরে বেড়ান প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহে। সরাসরি কথা বলেন সাধারণ দর্শকের সঙ্গে। এবারের ঈদে কয়েকজন তারকার সঙ্গে কথা বলে তাঁদের ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত হালচাল জানার চেষ্টা করা হয়েছে।
ঈদের সময়টায় চলচ্চিত্র তারকাদের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে, বিশেষ করে যাঁদের সিনেমা মুক্তি পায়। চাঁদ রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করলেও ঈদের দিন বিকেল থেকে সরজেমিনে ঘুরে বেড়ান সংশ্লিষ্ট ছবির তারকা–প্রযোজক এবং পরিচালকেরা। ঈদের ছবি দেখার আগ্রহকে সাধারণ মানুষের কাছে আরও বাড়াতে ছবির প্রধান পাত্র–পাত্রীদের এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছুটে যেতে দেখা যায়। গত সোমবার দুপুরের পর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন দাগি ছবির অভিনয়শিল্পী আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক শিহাব শাহীন। পরদিন তাঁরা একই প্রেক্ষাগৃহে যান।
ঈদের দিন থেকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার, পরিচালক মেহেদী হাসানও গিয়েছেন স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে। দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে তাঁরা সেখানে যান এবং ছবিটি নিয়ে নিজেদের স্বপ্নের কথাও তুলে ধরেন।
‘জংলি’ ছবির নায়ক সিয়াম আহমেদ, নায়িকা শবনম বুবলী ও দীঘি এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদকে ঢাকার প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেছে। সিয়াম এদিন লুঙ্গি পরে প্রেক্ষাগৃহে গেছেন। দর্শকের প্রতিক্রিয়া শুনেছেন। দীঘির জন্য এবারের ঈদটা ছিল বিশেষ; কারণ, নায়িকা হিসেবে তাঁর প্রথম ছবি মুক্তি পেয়েছে। নিজের হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।
অনুষ্ঠানের টানে দেশের বাইরে
ঈদের সময়টায় দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে যান তারকারা। প্রবাসী বাঙালিদের আয়োজনের এসব অনুষ্ঠানে অংশ নিতে এবারও কয়েকজন তারকা গিয়েছিলেন কাতারে। বাংলাদেশ সময় ঈদের দিন সন্ধ্যায় কাতারে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্র, সংগীত ও নাটকের অঙ্গনের একাধিক তারকা। চিত্রনায়িকা অপু বিশ্বাস কাতারে গেলেও দেশে রেখে গেছেন তাঁর সন্তান আব্রাহাম খান জয়কে। বাবা শাকিব খানের সঙ্গে ঈদের সময়টা কাটিয়েছে জয়।
কাতার থেকে নিজের ফেসবুকে তা উল্লেখ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত। কারণ, আব্রাহাম তার পাপার পরম আদরে আনন্দ–উল্লাসে ঈদ উদ্যাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’ অপু বিশ্বাস ছাড়া কাতারের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছেন মনির খান, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান, জিয়াউল হক পলাশ। চিত্রনায়ক আরিফিন শুভ আছেন দেশের বাইরে। জানা গেছে, বলিউডের একটি কাজে তিনি সেখানে আছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঈদ উদ্যাপন করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবারই প্রথম মা–বাবা এবং স্ত্রী–সন্তান ছাড়া তাঁর ঈদ উদ্যাপিত হয়েছে। তিনি ঈদে কিশোরগঞ্জের বাড়িতে যেতে না পারার কষ্টের কথা এভাবেই বললেন, ‘ঢাকা থেকে যখন প্রতিবার ঈদে বাড়িতে যেতাম, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাগল হয়ে যেতাম, কখন বাইরে গিয়ে আড্ডা দেব। খাওয়ার সময় হলেই আব্বু না হয় আম্মা ফোন দিত খাবার খাওয়ার জন্য। বেশির ভাগ সময় বলতাম খেয়ে ফেলেছি! আড্ডাটাই সব সময় প্রাধান্য দিছি। আব্বু প্রায় সময়েই বলত, বাড়িতে একটু সময় দেওয়া যায় বাবা? কখনো ওইভাবে সময়ই দেওয়া হয় নাই! সবাইকে নিয়ে ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, লুডু, ফুটবল, ক্রিকেট খেলাসহ আরও কত কী…আমেরিকা আসার পর মনে হচ্ছে ইশ, যদি একটু বাড়িতে সময় দিতে পারতাম, সবার সঙ্গে সুন্দর আয়োজনে ভালো সময় কাটাতে পারতাম! আহা সময় তুমি কি কঠিন! মন চাইছে, কিন্তু পারছি না।’
বিয়ের পর প্রথম ঈদ
গেল ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মেহজাবীন ও আদনান। সেই হিসেবে এবারই প্রথম ঈদ এসেছে লাক্স তারকা ও অভিনয়শিল্পী মেহজাবীনের জীবনে।
ঈদ পরিকল্পনা প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্য রকম। কারণ, আমরা দুই পরিবার একসঙ্গে ঈদ উদ্যাপন করব। যদিও আলাদা কোনো আয়োজন করিনি, তবু এই নতুন অভিজ্ঞতা আমাকে বেশ উচ্ছ্বসিত করেছে। ঈদের দিন সবাই একসঙ্গে ছিলাম। দুই পরিবারের সবাই মিলে সময় কাটিয়েছি। এটা জীবনের অন্যতম একটা দারুণ মুহূর্ত হয়ে থাকবে।’ কাছাকাছি সময়ে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল শাকিলা পারভীন। তাঁর বর আরবিন খান সোহান বাংলাদেশ বিমানে চাকরি করেন। বরের সঙ্গে ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে শাকিলা পারভীন লিখেছেন, ‘প্রথমবার ঈদ একসাথে। আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’
ছোট পর্দার অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ ঈদের আগে উড়াল দেন লন্ডনে। তাঁর স্বামী শেখ রেজওয়ান যুক্তরাজ্যের বার্মিংহামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের মাসখানেক পর ফারিণ নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। তাই ঈদের এই সময়টা স্বামীর সঙ্গে কাটাতে চলে গেছেন সেখানে। তিনি জানান, মাসখানেক সেখানে থাকবেন। এদিকে ঢাকা ছাড়ার আগে লাগেজ ভরে নিয়ে গেছেন কাপড়চোপড় ও খাবারদাবার। ফারিণ বলেন, ‘পাঞ্জাবি, পাজামা, শার্ট, ফতুয়া তো এনেছি। পাশাপাশি নানান পদের খাবারও আনা হয়েছে।’ ফারিণের মা যেমন খাবার বানিয়ে দিয়েছেন, তেমনি ছেলের জন্য তাঁর শাশুড়িও কয়েক পদের খাবার বানিয়ে লাগেজে ভরে দিয়েছেন।