নববর্ষে কী রান্না করলেন জয়া

এবার ঢাকাতেই বাংলা নববর্ষ উদ্‌যাপন করছেন জয়া আহসান। আজ সকালে এই অভিনেত্রী গিয়েছিলেন নারায়ণগঞ্জের একটি নববর্ষের আয়োজনে। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জয়া। এ ছাড়া হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে সাক্ষাৎকারে নববর্ষ উদ্‌যাপন নিয়ে বিস্তারিত কথা বলেছেন জয়া। নিজের ফেসবুকে প্রকাশ করছেন বেশ কয়েকটি ছবি। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ৭
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে জয়া আহসান বলেন, ‘আমরা সব বাঙালি একসঙ্গে যে উৎসব উদ্‌যাপন করি। ঢাকার বাইরেও এত সুন্দর একটা আয়োজন হচ্ছে দেখে খুব ভালো লাগছে।’
২ / ৭
জয়া বলেন, ‘নববর্ষ উদ্‌যাপন তো প্রায় ৪-৫ দিন ধরে চলছে। গতকাল যেমন আমি নিজেই রান্না করেছিলাম। মেনুতে ছিল ইলিশ মাছের লেজভর্তা, লাল চালের পান্তা, ইলিশ মাছ, নারকেলভর্তা, শুঁটকিভর্তা, আম-ডাল। আর হাতে তৈরি রসগোল্লা।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৭
নববর্ষেও পান্তাভাত তো হবেই। জয়ার মতে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে জমিয়ে মাখিয়ে খেলেই পান্তাভাত বিশেষ হয়ে ওঠে। বিশেষ দিনগুলোতে তিনি নিজেই রান্নাবান্না করেন বলে জানান জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৭
আজ দুপুরে ফেসবুক বেশ কয়েকটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৭
জয়ার নতুন ছবিগুলো পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। মাত্র ১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ১০ হাজারে বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৭
জয়ার পোস্ট করা ছবিগুলোর মন্তব্যের ঘরে অনেক অনুসারী তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৭
জয়াকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া পাওয়া আশফাক নিপুনের সিরিজ ‘জিম্মি’তে। অভিনেত্রীর ফেসবুক থেকে