মোশাররফ ভাই বলেছিলেন, ‘আমাকে কি এতটাই পাওয়া যায় না’
মোশাররফ করিম একটা ঘোরের মধ্যে থাকেন, এটা আগেই জানতেন পরিচালক। যে কারণে অনেক সময়ই তাঁকে ফোনে খুঁজে পাওয়া কঠিন। এমনকি শুটিং লোকেশন বা বাসায় গেলেও তাঁর শিডিউল পাওয়া যায় না। এর কারণ ব্যস্ততা। সেই ঘটনাগুলোই ঘটে ‘চক্কর ৩০২’ সিনেমার ঘোষণার ভিডিও বানানোর সময়ে। কোনোভাবেই মিলছিল না মোশাররফ করিমের শিডিউল। নানা চেষ্টায় মোশাররফ করিমকে খুঁজে পেতে হয়েছে। আর সেই খোঁজার ঘটনাগুলো দিয়ে পরিচালক শরাফ আহমেদ বানিয়ে ফেলেন নতুন আঙ্গিকে ‘চক্কর ৩০২’ সিনেমার ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট ভিডিও। সেটিই এখন প্রশংসা পাচ্ছে।
সম্প্রতি প্রকাশিত সেই প্রচারণার ভিডিওতে দেখা যায় পরিচালক শরাফ আহমেদের মুখ টেপ দিয়ে আটকে রাখা। মোশাররফ করিমকে বলতে শোনা যায়, ‘যতই উঁহু উঁহু করো, তোমাকে ছাড়া হবে না, জীবন। তুমি জীবনে অনেক মানুষকে পেইন দিছ। কিন্তু পেইন জিনিসটা কী, এটা তুমি জানো না। এই কয়েক মাসে তুমি আমারে যে পেইন দিছ, তাতে আমার উচিত তোমাকে উল্টো করে ঝোলানো।’
সেই ভিডিওতে মোশাররফ করিমের মুখে আরও শোনা যায়, ‘তুমি লোক লাগাইছ আমার পেছনে, তারা আমাকে ফলো করতেছে। আমি শান্তিতে বসতে পারি না। একটা হোটেলে গিয়ে বসতে পারি না। দেখি, দূরে তোমার লোক দাঁড়ানো। তুমি বাসায় লোক পাঠাও দারোয়ানকে দিয়ে যে আমি বাসায় আছি কি না, জানার জন্য। আমি সিসি ক্যামেরায় সেসব দেখি। আমার পেশা অভিনয় করা, তুমি নাটকের সেটেও লোক পাঠাও। আমার শান্তি কেন নষ্ট করছ তুমি।’
মজা করে শুটিং করা ভিডিওটি সিনেমার প্রচারণা বেশ কাজে লেগেছে বলে জানান শরাফ আহমেদ। তিনি জানান, এতটা সাড়া পাবেন, সেটা বিশ্বাসই করতে পারছেন না। এখনো নিয়মিত সেই প্রচারণার ভিডিও নিয়ে দর্শকেরা কথা বলছেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা নিয়ে এভাবে সামনে আরও চমক নিয়ে আসতে চান এই পরিচালক।
শরাফ আহমেদ বলেন, ‘আমাদের সিনেমার প্রচারণার জন্য যথেষ্ট বাজেট নেই। সেই জায়গা থেকে মনে হয়েছে, ক্রিয়েটিভ কিছু নিয়ে সামনে আসা। যার ক্রিয়েটিভ মূল্য রয়েছে। দর্শকদের কাছেও সহজে যাওয়া যাবে। সেই আইডিয়া থেকেই মূলত আমরা ভিন্নভাবে প্রচারণার পথে হেঁটেছি। এখানে একই সঙ্গে দর্শকেরা নতুন কিছু পাচ্ছেন, আবার সিনেমাটি নিয়ে তথ্যও পাচ্ছেন। এভাবেই আমরা সামনে প্রচারণা নিয়ে থাকতে চাই।’
মুক্তি ঘোষণা ভিডিওর আইডিয়া নিয়ে মোশাররফ করিম কী বলছিলেন, এমন প্রশ্ন শুনে হাসতে থাকেন শরাফ আহমেদ।
তিনি বলেন, ‘মোশাররফ ভাই বলেছিলেন, ‘‘আমাকে কি এতটাই পাওয়া যায় না।” পরে যেহেতু আইডিয়াটা ভাইয়ের পছন্দ হয়। তখন তিনি কাজটি করতে রাজি হন। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ সময়ের পরিচয়, বোঝাপড়া। সেই জায়গা থেকেই রিয়েল লাইফের কিছু ঘটনা দিয়ে প্রচারণা করতে পেরেছি। এভাবে সামনেও আমরা নানা চমক নিয়ে আসব।’ ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’।