মুখোমুখি সেলিম–নিশো

শহীদুজ্জামান সেলিম। ছবি: প্রথম আলো

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। পরে ক্যামিও বা পার্শ্ব নেতিবাচক চরিত্রে ফিরলেও প্রধান খল চরিত্রে তাঁকে আর দেখা যায়নি। এবার আগের চেয়েও ভয়ংকর রূপে দেখা দেবেন এই অভিনেতা। ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর মুখোমুখি হবেন সেলিম।

২০২৪ সালের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়েছে ‘দাগি’র শুটিং। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সেই শুটিং নিয়েই ব্যস্ত সেলিম জানালেন, বর্তমানে সৈয়দপুরে শীতের মধ্যে শুটিং করছেন। সেলিম বলেন, ‘প্রিয়তমা সিনেমার পর দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছিলাম। নতুন করে ফেরার অপেক্ষায় ছিলাম। সেই সুযোগ হলো। বাংলা সিনেমায় দর্শক নতুনভাবে আমাকে খুঁজে পাবে। একজন অভিনেতা চরিত্রের বৈচিত্র্যের জন্য অপেক্ষা করে। সেটাই আমি এবারও পেয়েছি। আমাকে এই চরিত্রে ভাবার জন্য পরিচালক ও প্রযোজকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজেই আমি চরিত্রটি উপভোগ করছি।’

‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, সেই আস্থা নিজের ওপর শহীদুজ্জামান সেলিমের ছিল, ‘আমি মেঘমল্লার, পরাণ সিনেমা থেকে যেভাবে সাড়া পেয়েছিলাম, ভেবেছিলাম, সেই সিনেমাগুলো থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব, কিন্তু পাইনি। খল চরিত্রে দর্শক আমাকে পছন্দ করছেন, সেটাও বড় প্রাপ্তি। কাজের মধ্যে দর্শকদের ভালোবাসা খুঁজি, সেটা কোন চরিত্র ভাবি না। বরং এখন খল চরিত্রে অভিনয়ের ভেরিয়েশন আমাকে আনন্দ দিচ্ছে,’ বললেন নব্বইয়ের আলোচিত টেলিভিশন ও মঞ্চ অভিনেতা। খল চরিত্রে এখন পর্যন্ত দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম।

‘দাগি’ সিনেমার কলাকুশলীরা। ছবি: ফেসবুক

সুড়ঙ্গ সিনেমায় শহীদুজ্জামান সেলিমকে পুলিশ চরিত্রে দেখা গিয়েছিল। চোর-পুলিশ খেলায় তাঁর বিপরীতে ছিলেন নিশো। কিন্তু নিশোর সঙ্গে খুব বেশি দৃশ্য দেখা যায়নি। এবার দুজনকে ভিন্নভাবে মুখোমুখি হতে দেখা যাবে। এখনই সেটা বলতে চান না। নিশোর সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘নিশো তো আমাদেরই ছেলে। ওর মধ্যে বড় গুণ, সে সব সময় ভালো করার চেষ্টায় থাকে। নিশোর মধ্যে চরম ডেডিকেশন আছে। নিজের ছেলে যেমন থাকে, তেমনই নিশোকে মনে করি।’

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দাগি’। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিনেমায় আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

আরও পড়ুন