২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার ভারতের সিনেমা হলে ‘তুফান’

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলাকোলাজ

‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি—সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড; মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার।

আজ পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তুফান’। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজের প্রযোজনায় এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেতা শাকিব খান।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান।

ভারতে মুক্তিকে ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘তুফান’। সিনেমাটি নিয়ে অভিনেতা শাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যম। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শও ঢাকার এই সিনেমা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছেন।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ; ডিজিটাল পার্টনার চরকি।

‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা
রায়হান রাফীর ফেসবুক থেকে

সিনেমার প্রচারে অংশ নিতে বুধবার কলকাতায় গেছেন অভিনেতা শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফী। কলকাতা থেকে শাহরিয়ার শাকিল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটি নিয়ে কলকাতার দর্শকের মাঝে দারুণ উচ্ছ্বাস–উদ্দীপনা দেখতে পাচ্ছি। ছবির পোস্টারে ছেয়ে গেছে কলকাতা। কলকাতায় নেমেই মনটা ভালো হয়ে গেছে। সিনেমাটি সম্পর্কে কলকাতার মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন।’

প্রযোজক শাকিল জানান, পশ্চিমবঙ্গে মুক্তির পর হিন্দিতে ডাব করে ভারতজুড়েই তুফান মুক্তির পরিকল্পনা রয়েছে তাঁদের।

শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতার সাউথ সিটি মলে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার হয়েছে। এতে এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাকিল, পরিচালক রাফী, অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে তুফান নিয়ে কথা বলেছেন তাঁরা।

‘তুফান’ সিনেমার পোস্টার
ছবি: প্রযোজনা সংস্থার সৌজন্যে

ভারতের দর্শকের উদ্দেশে এক ভিডিও বার্তায় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, ‘অবশেষে তুফান ভারতের মুক্তি পাচ্ছে। হলে যাও, উরাধুরাভাবে তুফান দেখে নাও।’
বিশ্বজুড়ে ছড়িয়েছে ‘তুফান’

পশ্চিমবঙ্গের সঙ্গে আজ সিঙ্গাপুরেও মুক্তি পাচ্ছে তুফান। এর আগে ২৮ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে এই সিনেমা। এর মধ্যে নিউইয়র্কে দুটি সিনেমা হলসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে তুফান দেখতে ভিড় করেছেন দর্শকেরা। মুক্তির দিনই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল।

ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা ছয় বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছি। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি। আমরা আশা করছি, পরান সিনেমার রেকর্ড তুফান ভাঙবে যুক্তরাষ্ট্রে।’

বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, ১২ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে তুফান প্রদর্শিত হবে।

একই দিন থেকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামনে ইতালিসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সেলফিতে ‘তুফান’ সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়ায় তুফান ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন প্রথম আলোর সিডনি প্রতিনিধি কাউসার খান। তিনি জানান, সিডনিতে প্রদর্শনের প্রথম দিন থেকেই প্রতিটি শো চলছে হাউসফুল। একই সঙ্গে সিডনিতে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া বাংলা সিনেমার রেকর্ডও গড়তে যাচ্ছে তুফান। দর্শক–চাহিদার কারণে সিডনিজুড়ে শো আরও বাড়ানো হয়েছে। তুফান নিয়ে প্রত্যাশার চেয়েও বেশি দর্শক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মসের কর্ণধার তানিম মান্নান।

তিনি বলেন, ‘হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ইনসাইড আউট ২সহ আরও কয়েকটি সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে সিডনির সিনেমা হলগুলো। এর মধ্যে জুলাই, আগস্টের আগে কোনো সিনেমা হলই পাচ্ছিলাম না। পরে কয়েকটি শোয়ের অনুমতি দেয় হল কর্তৃপক্ষ। সিনেমার এমন হাউসফুল ও উপচে পড়া ভিড় দেখে এখন আমাদের আরও হল দিয়েছে তারা। প্রথম কয়েক দিনের শোরই প্রায় সাড়ে তিন হাজারের মতো টিকিট বিক্রি হয়ে যায়। এখন মনে হচ্ছে, সিডনির পটভূমিতে প্রথম সপ্তাহের রেকর্ড গড়বে সিনেমাটি।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলছেন, দেশের বাইরে প্রায় দেড় শ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে তুফান। পশ্চিমঙ্গের ৪৭টি প্রেক্ষাগৃহ ও ২০ দেশের প্রায় এক শ প্রেক্ষাগৃহ রয়েছে।

‘তুফান’ সিনেমার আলোচিত ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী
ছবি: প্রযোজনা সংস্থা

দেশে চতুর্থ সপ্তাহে
দেশে পবিত্র ঈদুল আজহায় মুক্তির তিন সপ্তাহ পেরিয়েছে তুফান; আজ চতুর্থ সপ্তাহে পদার্পণ করছে। তিন সপ্তাহ পরও সিনেমাটি নিয়ে দর্শকেরা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন। ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ৫০টির মতো শো চলছে। প্রায় সব শোই ‘হাউসফুল’ যাচ্ছে। সামনে আরও শো বাড়বে বলে আশা করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১৩০টির মতো প্রেক্ষাগৃহে চলছে এই চলচ্চিত্র।

আরও পড়ুন