পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যত অভিযোগ

পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মীকোলাজ

চিত্র পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। তাঁর একাধিক ছবিতে কাজ করে বছরের পর বছর ঠিকঠাক পারিশ্রমিক না পাওয়া, বিভিন্ন সময়ে শুটিংয়ে বাজে আচরণ করাসহ নানা কারণে অনন্য মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
নাম উল্লেখ না করলেও অনন্য মামুনকে ইঙ্গিত করে তাঁর ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এলিনা শাম্মী।

স্ট্যাটাসের একাংশে এলিনা শাম্মী লিখেছেন, ‘অনেক ছবিতে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। দু-চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি।’

এলিনা শাম্মী
ফেসবুক থেকে

স্ট্যাটাসে পরিচালকের নাম উল্লেখ না থাকলেও এটি যে অনন্য মামুন তা প্রথম আলোকে বলেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। এ ব্যাপারে অভিনেত্রী দাবি করেন, ‘কসাই’, ‘রেডিও’ প্যান ইন্ডিয়ান মুভি ‘দরদ’—এই তিনটি ছবি থেকে পরিচালক অনন্য মামুনের কাছে প্রায় আড়াই লাখ টাকা পারিশ্রমিক এখনো পাবেন। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক পরিশোধ করছেন না।

এই অভিনেত্রীর ভাষ্য, ‘শুধু আমি নই, এমন পাওনাদার ১৬ জনের একটি গ্রুপ করেছি আমরা। তাঁর বিভিন্ন ছবি থেকে পারিশ্রমিক বাবদ লাখ দশেক টাকা পাব আমরা। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক দিচ্ছে না।

চাইতে গেলেই একধরনের ক্রাইসিসের কথা শোনায়।’ এলিনা শাম্মীর ভাষ্য, ‘আমি তাঁর সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছি। তাঁর বেশির ছবিতেই প্রধান দু–চারজন শিল্পী ছাড়া চুক্তি অনুযায়ী কাউকে পুরো পারিশ্রমিক দেয় না সে। আমরা পাওনাদার আপাতত ১৬ জন। আরও কতজন যে তাঁর কাছে টাকা পাবে, হিসাব নেই।’
শুটিংয়ে শিল্পীকে সম্মান না দেওয়ার অভিযোগ তুলে শাম্মী আরও বলেন, ‘“দরদ” ছবিতে ১৯ দিন কাজ করেছি। কয়েক দিন আগে “দরদ” ছবির ডাবিং ছিল। আমি স্টুডিওতে গিয়ে বসে আছি। প্রায় দুই ঘণ্টা দেরি করে অন্য একজন মেয়ে নিয়ে এসে আমার ডাবিং সেই মেয়েকে দিয়ে করানো হলো। এটা কোনো কথা?’

অনন্য মামুন
ছবি : সংগৃহীত

এলিনা শাম্মী বলেন, ‘প্রয়োজন হলে সেই বিষয় নিয়েও মুখ খুলতে দ্বিধা করব না। সময় হলে সে বিষয়েও স্ট্যাটাস লিখব। তাঁর অপকর্ম ফাঁস করব।’

শিল্পীদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, শুটিংয়ে যথার্থ সম্মান না দেওয়া, এ ধরনের পরিচালকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার এবং পারিশ্রমিক না দিয়ে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার জন্য পাওনাদার শিল্পীদের কাছে পরিচালকের দুঃখ প্রকাশের আহ্বান জানান শাম্মী। তিনি বলেন, ‘এখন এটি নিয়ে আন্দোলন করতে হবে। আমি বকেয়া পারিশ্রমিক পাই না পাই, আমি আমার পথ থেকে সরব না। এ ধরনের ভুক্তভোগী সবাই একজোট হওয়া উচিত।’

এলিনা শাম্মী
ফেসবুক থেকে

শুক্রবার সকালে কলকাতা গেছেন পরিচালক অনন্য মামুন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘“দরদ” ছবির টিজারে তাঁকে না রাখার জন্য এসব বলছেন ওই অভিনেত্রী।’

পারিশ্রমিক না পাওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘রেডিও’, ‘কসাই’ তো অনেক আগে মুক্তি পেয়েছে। ‘দরদ’-এর শুটিংও আগে শেষ হয়েছে। এখন কেন পারিশ্রমিকের কথা বলছেন। মোটকথা এসব অভিযোগ মিথ্যা।’
এ ছাড়া ‘প্রিয়তমা’, ‘কাগজ, ‘জানোয়ার, ‘মুখোশ’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন এলিনা শাম্মী।