এক বছর পর পুরস্কার ছুঁয়ে দেখলেন প্রিয়াম
গত বছর রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেয় বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি নিয়ে পরিচালকের সঙ্গে আয়োজনে অংশ নেন সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী প্রিয়াম অর্চি। পরে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যুক্তরাজ্যে যান। সেখানে গিয়েই জানতে পারেন তাঁদের সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। খুশি হলেও সেই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখতে পারেননি। এক বছর পরে সেই স্বীকৃতি ছুঁয়ে দেখলেন প্রিয়াম।
প্রিয়াম অভিনীত ‘বলী’ সিনেমা ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুসানের নিউ কারেন্টস–জয়ী এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত প্রিয়াম। এর মধ্যে ‘নির্বাণ’ সিনেমার পরিচালক আসিফ ইসলামের সঙ্গে দেখা করেন।
প্রিয়াম বলেন, ‘কেন আমি মস্কোয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করিনি, সেটা আমার নিজের কাছেও বিস্ময়! অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে “নির্বাণ” সিনেমার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি পুরস্কার আমার হাতে। এই স্বীকৃতি ছুঁয়ে দেখার আনন্দ অন্য রকম। পরিচালক আসিফ ভাইয়ের সঙ্গে আড্ডা যখন মস্কো থেকে লন্ডন হয়ে বাংলাদেশের নানা প্রসঙ্গে, তখন সিনেমার নানা বিষয়ে কথা হলো।’
২০২২ সালে ‘নির্বাণ’ সিনেমার শুটিং শুরু হয়। তখন করোনায় অনেকেই আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আতঙ্কিত সেই সময়ে তরুণ নির্মাতা আসিফ ইসলামের মাথায় ভর করে ছোট টিম নিয়ে সিনেমা বানাবেন তিনি। গল্পের ওপর গুরুত্ব দিয়ে নিরীক্ষাধর্মী সিনেমার কাজ শুরু করেন। এটা পরিচালকের প্রথম সিনেমা। দীর্ঘ সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। সিনেমাটি পরে আরও দুটি উৎসব থেকে জুরি পুরস্কার পায়।
অন্যদিকে প্রিয়াম অভিনীত ‘বলী’ সিনেমা দ্বিতীয় সপ্তাহের মতো প্রেক্ষাগৃহে চলছে। ঢাকা ও ঢাকার বাইরে ৯টি সিনেমা হলে দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন। সিনেমাটি ৭ ফেব্রুয়ারি শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স পান্থপথ, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, বালি আর্কিড চট্টগ্রামে চলছে। এ ছাড়া ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা, গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, সিনেস্কোপ সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ ও মম ইন বগুড়ায় মুক্তি পায়।
২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদান পায় ইকবাল হোসাইন চৌধুরীর সিনেমা ‘বলী’। সিনেমায় মূল বলীর চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম ও এনজেল।