ঈদের নতুন ছবি মুক্তির পর স্বস্তির খবর মিলছে সিনেমা হল থেকে। ধারাবাহিকভাবে হাউসফুল না হলেও বেশির ভাগ হলই ৫০ ভাগের বেশি দর্শক পেয়েছে। তাতেই কর্তৃপক্ষ আশার আলো দেখছে। সারা দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি এরই মধ্যে প্রত্যাশার বেশি সাফল্য এনে দিয়েছে বলেও শোনা যাচ্ছে।
চলচ্চিত্রের বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তেমনটা জানা গেছে। রোববার সন্ধ্যায় মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বললেন, ‘কেন জানি মনে হচ্ছে “লিডার: আমিই বাংলাদেশ” ছবিটি সুপারহিটের পথে। আজও দুটি শো হাউসফুল। দর্শক আগ্রহও দারুণ। আমি ইমপ্রেসড। সত্যিই ইমপ্রেসড।’
এদিকে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি হাউসফুল যাচ্ছে। তাই তো যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ মুক্তির প্রথম দিনই সিদ্ধান্ত নেয়, দ্বিতীয় দিন থেকে দুটি শো বাড়াবে। হয়েছেও তাই। রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও জানিয়েছে, দর্শক আগ্রহ যেভাবে চলছে, আগামী সপ্তাহে “লিডার: আমিই বাংলাদেশ”, “জ্বীন”, “লোকাল”–এর শো বাড়াতে হতে পারে।’
ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘শত্রু’, ‘পাপ’, ‘লোকাল’ ও ‘আদম’। প্রতিষ্ঠানটির সহকারী বিপণন ব্যবস্থাপক মাহাবুবুর রহমান আজ রোববার সন্ধ্যায় বললেন, ‘সার্বিকভাবে আমাদের অবস্থা ভালোই বলা চলে। মুক্তি পাওয়া সাতটি বাংলা সিনেমার মধ্যে তিনটিই ভালো যাচ্ছে। এগুলো হচ্ছে যথাক্রমে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’ ও ‘কিল হিম’। প্রথম দিন থেকেই তিনটির টিকিট বিক্রি হাউসফুলের কাছাকাছি। গতকাল রোববার রাতে “লিডার”–এর শো হাউসফুল হয়েছে, তেমনটাই দেখলাম। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির তিনটা শো রেখেছিলাম, দর্শকের চাহিদার কারণে দুটি শো বাড়ানো হয়েছে। ‘জ্বীন’, ‘কিলহিম’–এর ও শো বেড়েছে। সামনে আরও বাড়তে পারে।’
প্রতিষ্ঠার দুই দশক পার করছে স্টার সিনেপ্লেক্স। ঢাকা দিয়ে শুরু হয়ে তারা এখন চট্টগ্রাম ও রাজশাহীতে শাখা চালু করেছে। বিদেশি ভাষার চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হয়েছে। এবার ব্যতিক্রম ঘটেছে। স্টার সিনেপ্লেক্সে ছয়টি বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এসব ছবির মধ্যে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’ ও ‘আদম’।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানা গেছে, গতকাল রোববার বসুন্ধরা সিটি শাখায় ‘লিডার: আমিই বাংলাদেশ’–এর দুটি শো হাউসফুল গেছে। অন্য শাখাগুলোতেও ভালোই গেছে। সামনে দর্শক আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।
প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বললেন, ‘আশ করছি এই সপ্তাহটা ভালোই যাবে। বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এবার ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর ক্ষেত্রে সবার আগে টিকিট বিক্রি হওয়া, অগ্রিম টিকিট বিক্রি হওয়াটা লক্ষণীয়, যা আমাদের বাংলাদেশি চলচ্চিত্রের জন্য বেশ ভালো একটা দিক। মানুষের মধ্যে এমনও দেখছি, আতঙ্কে থাকে, পরে যদি কাউন্টারে গিয়ে টিকিট না পাই।’
মেসবাহ উদ্দিন এ–ও বললেন, ‘বাংলা সিনেমার দর্শক আছে। নতুন সিনেমা নিয়মিতভাবে পেলেই দর্শক প্রেক্ষাগৃহে আসবেই। বাংলা সিনেমার দর্শক নাই, এটা মোটেও বিশ্বাসযোগ্য কথা না। এখানকার মানুষ যে শুধু হলিউড বা বলিউড মুভি দেখে, সেটা মোটেও ঠিক কথা না। এটার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। আমি আশাবাদী, এ বছরের ঈদে দর্শক পুরোপুরি এনজয় করবে বাংলাদেশি চলচ্চিত্র।’
কথায় কথায় এই কর্মকর্তা জানিয়ে রাখলেন, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘লোকাল’, ‘আদম’, ‘পাপ’ প্রতিটি ছবিই পর্যায়ক্রমে ভালো ব্যবসা করছে। প্রত্যাশার চেয়ে বেশি।’
এদিকে মিরপুরের সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে একটা গ্রুপ নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি উপভোগ করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক রোকেয়া প্রাচী। ছবি উপভোগ শেষে তিনি ফেসবুকে লিখেছেন, ‘গ্রেট শো, “লিডার: আমিই বাংলাদেশ”। সবাই দেখে মন ভালো করে ঈদের আনন্দ করে এলাম। অভিনন্দন শাকিব খান এবং পরিচালক তপু খান। এমন ছবি আরও দেখতে আশা রাখি।’
‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত তপু খান পরিচালিত এটি প্রথম ছবি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সমু চৌধুরী, সীমান্ত প্রমুখ।