এবার সিনেমার ভিলেন দিনার

‘বরবাদ’ ছবির পোস্টারে ইন্তেখাব দিনার

ছোট পর্দার প্রভাবশালী অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও দর্শকেরা তাঁর অভিনয়–ঝলক দেখেছেন। এই অভিনয়শিল্পী ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও কাজ করেছেন। তবে পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন হাতে গোনা। ঈদে ‘বরবাদ’ ছবিতে দেখা যাবে এই অভিনয়শিল্পীকে। গতকাল সোমবার ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ছবির পরিচালক মেহেদী হাসান পোস্টারটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘“বরবাদ”–এ ইন্তেখাব দিনার অভিনয় করছেন শিহাব চরিত্রে।’

ইন্তেখাব দিনার

আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোর সঙ্গে কথা হয় ইন্তেখাব দিনারের, তখন তিনি একটি স্টুডিওতে ভয়েজওভারের কাজে ঢুকছেন। জানালেন কাজটি শেষ করে শুটিংয়ের উদ্দেশ্যে যাবেন। ‘বরবাদ’ প্রসঙ্গ উঠতেই বললেন, ‘অভিনয়ের বিষয়টি এত দিন কাউকে জানানো হয়নি। পোস্টার প্রকাশের পর সবাই চমকে গেছে। ইতিবাচক সাড়া পাচ্ছি। সহকর্মীদের পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকেই প্রশংসাসূচক করে মন্তব্য করছেন, যা আমাকে অনুপ্রাণিত করেছে।’

‘বরবাদ’ ছবির পোস্টারে ইন্তেখাব দিনার

‘বরবাদ’ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে দিনার বলেন, ‘আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। গল্প ও চরিত্র দারুণ লেগেছে। দেশের পাশাপাশি দেশের বাইরে শুটিং, তাই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। ভারতে এর আগে কাজ করা হয়নি, এই অভিজ্ঞতা নিতে চেয়েছি। শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করলাম, এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’

দিনার জানান, এর আগে শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, —তবে একসঙ্গে কাজ এবারই প্রথম। পর্দায় শাকিব খানের সঙ্গে তাঁর একাধিকবার দেখা হবে। সেই অভিজ্ঞতা জানিয়ে দিনার বলেন, ‘এবারই প্রথম শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি হয়েছে। তাঁকে আমার কাছে পুরোদস্তুর পেশাদার অভিনয়শিল্পী, খুবই আন্তরিক, অমায়িক ভদ্রলোক মনে হয়েছে। —আমি তাঁর সঙ্গে কাজ করে মুগ্ধ। শাকিব খানের কাছ থেকে আমার প্রত্যাশার বাইরে অনেক কিছু পেয়েছি।’

ইন্তেখাব দিনার
ছবি: ফেসবুক

দিনার জানান, বাংলাদেশের ঢাকা, ভারতের মুম্বাই ও পুনেতে এই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সবশেষে ছবিটি প্রসঙ্গে দিনার বলেন, ‘“বরবাদ” খুবই সুনির্মিত ছবি, দারুণ গল্প, অসম্ভব ভালো কয়েকজন অভিনয়শিল্পী এই ছবিতে আছেন। সব মিলিয়ে কমপ্লিট প্যাকেজ বলব এই ছবিকে।’

‘বরবাদ’ ছবির প্রধান চরিত্রে শাকিব খান ও ইধিকা পাল অভিনয় করেছেন। এরই মধ্যে ছবিটির টিজার, গান, মোশন পোস্টার প্রকাশিত হয়েছে।