মুক্তির অপেক্ষায় থাকা ‘রাগী’ সিনেমায় খলচরিত্রে দর্শকদের সামনে আসছেন একসময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন, সিনেমাটি মুক্তির আগেই মুনমুনের একটি পোস্টার নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে। মুনমুনের পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় একটি সিনেমার হুবহু মিল থাকার কথা বলছেন অনেকে।
দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার পোস্টারের সঙ্গে ‘রাগী’ সিনেমার পোস্টার মিলিয়ে দেখা গেছে, তামিল নায়িকা বারালক্ষ্মী সরথকুমারের মুখমণ্ডল আর হাতে থাকা ডাব ছাড়া সবকিছুই মিল রয়েছে। এমনকি বারালক্ষ্মীর গলার মালা, হাতের চুড়ি থেকে খোঁপায় ফুল—সবখানেই মুনমুনের হুবহু মিল পেয়ে অনেকে এটিকে ‘গলাকাটা’ পোস্টার বলে অভিযোগ করেছেন।
তবে পরিচালক মিজানুর রহমান প্রথম আলোর কাছে দাবি করছেন, এটি কোনো ‘গলাকাটা’ পোস্টার নয়। মুনমুনের ফটোশুট করা হয়েছিল। তাহলে দুই পোস্টারে এত মিল থাকে কীভাবে?—এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, ‘ডিজাইনারকে বলেছি, এই রকম লুক লাগবে, এইভাবে শুট করবেন। সে তার মতো করে করেছে। ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে। সে কিন্তু আমার প্রত্যেকটা আর্টিস্টের ফটোশুট করে পোস্টারটি করেছে। আমি কাজে ব্যস্ত ছিলাম। ডিজাইনার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছে হয়তো। তবে মাথা কাটা হয়নি।’
পোস্টারটি ফেসবুকে শেয়ার করেছেন মুনমুন, সমালোচনার বিষয়ে তিনি বলেছেন, ‘সমালোচনায় না আসলে আলোচনায় আসা যায় না। আপনারা সিনেমাটা দেখেন তার পরে সমালোচনা করেন।’
১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রাগী’। মুনমুন ছাড়াও এতে অভিনয় করেছেন আঁচল,পারভেজ আবির চৌধুরী, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার প্রমুখ।