সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের বাবা শাকিব খান দিয়েছে
আজ রোববার চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন। এই বিশেষ দিনে পরিবার থেকে শুরু করে ফেসবুকে ভক্ত-অনুসারীদের শুভেচ্ছা, ভালোবাসায় ভাসছেন তিনি। তবে বিশেষ দিনটিতে কাজ থেকে ছুটি নেননি। লাইট, ক্যামেরা, অ্যাকশনের আবহে পার হচ্ছে দিন। বিশেষ এই দিনে সিনেমার শুটিং, ছেলে শেহজাদ খান বীর, শাকিব খানের প্রসঙ্গ উঠে এসেছে তাঁর সঙ্গে আলাপচারিতায়। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢালিউডের এই নায়িকা।
প্রশ্ন :
বিয়ে, সন্তান প্রকাশ্যে আসার পর আপনার প্রথম জন্মদিন এটি। কেমন কাটছে?
আর বলবেন না। দিনটি বিশেষ, কিন্তু বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটছে না। আজও সিনেমার শুটিং করছি। তবে একদিক দিয়ে ভালোই, কারণ সিনেমার জন্যই বুবলী নামটি আপনারা সবাই চিনেছেন, জেনেছেন। এই দিনেও সিনেমার শুটিংয়ে আছি। আমার কোনো আফসোস নেই।
প্রশ্ন :
কোন সিনেমার শুটিং করছেন?
জসিম উদ্দিনের ‘মায়া’ ছবির। এখন উত্তরায় শুটিং চলছে। আগে থেকেই এই ছবির শিডিউল দেওয়া ছিল। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের ক্ষতি হবে। তবে সেটে সবাই মিলে জন্মদিনের কেক কেটেছি। যদিও তিন দিন ধরেই জন্মদিনের কেক কাটছি।
প্রশ্ন :
কেমন সেটি?
২ নভেম্বর থেকে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ছবির শুটিং করছিলাম। আমার জন্মদিন ২০ নভেম্বর। কিন্তু ১৮ নভেম্বর থেকেই ‘প্রহেলিকা’র সেটে আমার জন্মদিন পালন করছেন সেটের সবাই। গতকাল শনিবার রাতে ছবির আমার অংশের শুটিং শেষ হয়েছে। রাত ৯টার দিকে আমার শেষ দৃশ্য ছিল। ওটা শেষ করে আবার আমাকে নিয়ে পরিচালক চয়নিকা দিদি, সহশিল্পী মাহফুজ ভাইসহ সেটের সবাই মিলে কেক কেটেছেন।
প্রশ্ন :
জন্মদিনের প্রথম প্রহরটি কীভাবে শুরু হলো?
১২টা ১ মিনিটে নিজের বাসায় মা, বাবা ও বোনেরা মিলে কেক কেটেছি। সঙ্গে বীরও ছিল। তার আগে ওই রাতে ‘প্রহেলিকা’ ছবির শুটিং শেষ করে বাসায় ফিরলে চমকে যায়। বীর আমাকে দেখে ভাঙা ভাঙা গলায় বলে, ‘হ্যাপি বাড, হ্যাপি বাড...’। ছোট তো, হ্যাপি বার্থডে বলতে পারে না। ওর মুখে এ কথা শুনে খুব হাসছিলাম আমি। কয়েক দিন ধরে বাসায় হয়তো আমার জন্মদিন নিয়ে আলোচনা হয়েছে, ও হয়তো শুনে শুনে মনে রেখেছে। ছোট্ট মানুষ, পরিষ্কারভাবে তো আর বলতে পারে না।
প্রশ্ন :
বীরের বাবা শাকিব খান কখন শুভেচ্ছা জানিয়েছেন?
এটিও মজার ব্যাপার। আমার সঙ্গে সম্পর্ক, বিয়ে—এই কয়েক বছর আমার জন্মদিন এলে ও সব সময় আমাকে বলে, সে সবার আগে আমাকে উইশ করবে। এ জন্য এক দিন আগেই উইশ করে ফেলে। এবারও তা-ই করেছে। সেভ জোনে থাকে সে (হা হা হা...)। এবারও এক দিন আগে গতকালই আমাকে উইশ করেছে। আমিও তো টানা শুটিংয়ে ব্যস্ত। তো এভাবে কেন আগের দিনই উইশ করে, তাকে বললে সে বলে, ‘আমি ভুলে যেতে পারি, এ জন্য আগেভাগেই করে ফেললাম। পরে স্পেশাল আয়োজন তো হবেই।’ তা ছাড়া সে জানে, আজ আমার শুটিং আছে। শুটিংয়ে সমস্যা করতে চায় না।
প্রশ্ন :
এবারের জন্মদিনের সেরা উপহার কী পেলেন?
সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের বাবা শাকিব খান দিয়েছে। গত সপ্তাহে আমাকে সে এই উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।
প্রশ্ন :
আপনার এই বিশেষ দিন নিয়ে শাকিব খানের কোনো আয়োজন থাকবে না?
আমি তো দেখি বীরের বাবা তার নিজের জন্মদিনই পালন নিয়ে এক্সসাইটেড থাকে না। এসব ব্যাপারে সে সব সময়ই চাপা স্বভাবের। নিজের জন্মদিনটাই ওভাবে সেলিব্রেশন করে না। এটি আমি বেশ ভালো করেই বুঝি। এ জন্য আমার জন্মদিন নিয়ে তার সেলিব্রেশন ভাবি না।
প্রশ্ন :
বীরের ছবি ফেসবুকে পোস্ট করলে দ্রুতই ছড়িয়ে যায়। মা হিসেবে বিষয়টি কেমন লাগে?
খুবই ভালো লাগে আমার। অফিশিয়ালি আমাদের খবরটি সবার জানার পর আমি যেখানেই যাই, সবাই বীরের খোঁজখবর নেন। তাকে ঘিরে সবার অনেক আগ্রহ। ওকে সবাই এত বেশি ভালোবাসে, এত বেশি পছন্দ করে, ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেই ভালোবাসা, সেই আদর সবাই দিতে চান। এ কারণে তার ছবি দ্রুতই ছড়িয়ে যায়। তা ছাড়া আমি তো দেখি, বীর ছোটবেলার শাকিব খান। কারণ, বীরের চোখ, চুলের স্টাইল, তার হাঁটাচলা—সবই অনেকটাই শাকিব খানের মতো। ছোটবেলার শাকিব খানকে দেখিনি, কিন্তু বড়বেলার শাকিব খানকে দেখে বীরের আচরণে ছোটবেলার শাকিব খানকে খুঁজে পাই। আর এটাই তো হওয়া স্বাভাবিক। কারণ, বাবা-সন্তানের কিছুটা মিল তো থাকবেই।
প্রশ্ন :
সিনেমার খবর কী?
গত শনিবার চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় আমার অংশের শুটিং শেষ হয়েছে। আমার গানের কাজ বাকি। এখন শুটিং করছি ‘মায়া’ সিনেমার। শুটিংয়ে আছে ‘দেয়ালের দেশ’ নামের আরেকটি ছবির। এ ছাড়া ‘প্রেম পুরাণ’, ‘রিভেঞ্জ’ ‘লিডার-আমিই বাংলাদেশ’সহ বেশ কয়েকটি ছবির কাজ শেষ হয়েছে।