টাইম স্কয়ার বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’
আর মাত্র এক দিনের অপেক্ষা। ২১ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। দেশের প্রেক্ষাগৃহের পর যুক্তরাষ্ট্র ও কানাডায়ও ছবিটি সাড়া ফেলবে, এমনটাই মনে করছেন সেখানকার প্রদর্শকেরা। তাই তো ছবিটিকে দেশগুলোর সিনেমাপ্রেমীদের কাছে আগ্রহী করে তুলতে নানা ধরনের প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রদর্শিত হচ্ছে ছবিটির ট্রেলার। দিনভর যাঁরা এই জায়গায় ঘুরতে আসেন, তাঁদের নজর কাড়ছে এই ট্রেলার। বাংলাদেশের বাঙালিরা টাইমস স্কয়ারে নিজেদের দেশের ছবির এমন প্রচারণায় বেশ খুশি। কেউ কেউ তাঁদের ফেসবুকে ট্রেলারের সেই ভিডিও নিজেদের মুঠোফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করছেন।
রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা আফরান নিশো। চরকি ও আলফা আই প্রযোজিত এই ছবি এবারের ঈদে মুক্তি পেয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি বেশ দাপট দেখিয়েছে। এখনো যেখানে প্রদর্শিত হচ্ছে, হাউজফুল খবর মিলছে। তাই তো এটিকে ঢালিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা হিসেবে অভিহিত করা হচ্ছে।
একই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে (প্রতিদিন চারটি শো) এবং লস অ্যাঞ্জেলসের লিমলে নর্থ হলিউড-৭ প্রেক্ষাগৃহে (প্রতিদিন দুটি শো) প্রদর্শিত হবে ছবিটি। ছবি মুক্তির আগে তাই পুরোদমে প্রচারণা শুরু করেছে পরিবেশক প্রতিষ্ঠান। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদের মতে, এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ট্রেলার টাইমস স্কয়ারে প্রদর্শিত হলো। তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় চারবার টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’ ছবির ট্রেলার দেখানো হয়েছে।
জানা গেছে, শুধু বিলবোর্ডে ট্রেলার প্রদর্শনই নয়, ভিনদেশি দর্শকদের মধ্যে ‘সুড়ঙ্গ’ ছবির লোগোসংবলিত টি-শার্টও অনেকের কাছে বিলি করা হয়েছে। এর মাধ্যমে বাংলা সিনেমার আবেদন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পরিবেশনা সংস্থাটি। একই দিনে ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ইতিমধ্যে সেখানে ছবিটি ঘিরে দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনা তৈরি হয়েছে।
পরিবেশক প্রতিষ্ঠান জানিয়েছে, ২৮ জুলাই উত্তর আমেরিকাজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে চলবে বাংলাদেশি এই সিনেমা। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও চলবে ছবিটি।