২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রচার ছাড়াই মুক্তি পেল তিন সিনেমা

‘কাগজের বউ’, ‘শেষ বাজি’ ও ‘হুব্বা’ সিনেমার দৃশ্য। কোলাজ

ঢালিউডের জন্য কি বছরটা শঙ্কার? সেই প্রশ্নই কয় দিন ধরে শোনা যাচ্ছিল। কারণ, নতুন বছরে প্রথম দুই শুক্রবারে হিসাবের খাতা খোলেনি, কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে একের পর এক বেশ কিছু সিনেমা মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যেই গতকাল একসঙ্গে তিন সিনেমা পেল। এর মধ্যে দুটি বাংলাদেশের—‘শেষ বাজি’ ও ‘কাগজের বউ’। এর সঙ্গে যোগ হয়েছে কলকাতার সিনেমা ‘হুব্বা’।

‘কাগজের বউ’ সিনেমার দৃশ্য। ছবি : ফেসবুক থেকে

তবে এখানেও আছে বাংলাদেশি যোগ। কারণ, ব্রাত্য বসুর সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ঈদ ছাড়া একই দিনে তিনটি বাংলা সিনেমা মুক্তির খুব বেশি নজির নেই। একসঙ্গে তিন সিনেমা মুক্তি নিয়ে দেশের নির্মাতাদের মধ্যে ক্ষোভও রয়েছে।

আরও পড়ুন

‘শেষ বাজি’ দিয়ে দীর্ঘদিন পরে পর্দায় আসছেন সাইমন সাদিক। তাঁর সঙ্গে রয়েছেন শিরিন শিলা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। ইতিমধ্যে সিনেমাটির লুক নিয়ে ভক্তদের প্রশংসা পাচ্ছেন সাইমন। সিনেমাটি নিয়েও আশাবাদী ছিলেন এই নায়ক। মুক্তির আগে সিনেমাটির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বসেছিলেন প্রচারের পরিকল্পনা নিয়ে। কিন্তু এখন পর্যন্ত এ সিনেমার খুব বেশি পোস্টার চোখে পড়েনি। বিষয়টি নিয়ে হতাশ এই নায়ক।

সাইমন সাদিকের ভাষ্যে, ‘গল্প নিয়ে আমি আশাবাদী। দর্শকেরা যেমন গল্প দেখতে চান, তেমন গল্প। যাঁরা ট্রেলার, চরিত্রের লুক পছন্দ করেছেন, তাঁরা সিনেমায় নতুন এক সাইমনকে দেখবেন। কিন্তু মন খারাপও, সিনেমার প্রচারে পিছিয়ে গেলাম। এখন প্রচার না থাকলে বিপুল দর্শকের কাছে পৌঁছানো কঠিন। যেখানে শিল্পীদের প্রচারে পাওয়া যায় না, সেখানে আমিই প্রচারের জন্য অন্যদের পাচ্ছি না। সিনেমার প্রতি একা ভালোবাসা দেখিয়ে কী লাভ। বরং ভালো সিনেমার প্রচার না থাকায় হতাশ।’ এই নায়ক জানান, ১৯টি হলে তাঁর অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে।

‘শেষ বাজি’র দৃশ্য। ফেসবুক থেকে

হঠাৎ করেই ‘কাগজের বউ’ সিনেমার চূড়ান্ত মুক্তির সিদ্ধান্ত আসে। সিনেমার শিল্পী পরীমনি মুক্তির আগে প্রচারে সরব হতে চেয়েছিলেন, কিন্তু ছেলে অসুস্থ হওয়ায় তিনি প্রচার থেকে দূরে। ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য গেছেন ভারতে। এদিকে সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরীকেও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া প্রচারণায় দেখা যায়নি। গত বৃহস্পতিবারও তিনি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।

কেন প্রচারে নেই জানতে চাইলে চয়নিকা চৌধুরী বলেন, ‘চলতি বছরের প্রথম নাটক নির্মাণ করছি। প্রায় ১০ মাস পরে নাটকে ফিরেছি। আর আগে থেকেই শুটিং পরে গেছে। আমার অভিনেত্রী ভারতে। ইমন ও অন্যরা শুটিংয়ে ব্যস্ত। আগে থেকে পরিকল্পনা না করার কারণে প্রচারণায় পিছিয়ে রয়েছি। তবে শুধু আমরাই নয়, কোনো সিনেমারই তো প্রচারণা নেই। অনলাইনে নিউজ হলেই আজকাল প্রচার হয় না। দর্শকদের কাছে পৌঁছাতে হয়। আমি কাল (আজ) শুটিংয়ের ফাঁকে সাক্ষাৎকারে অংশ নেব।’ এই সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আর ঈদ ছাড়া একসঙ্গে দুইটা সিনেমা মুক্তি পেতে পারে। সেখানে কীভাবে তিনটা সিনেমা মুক্তি পাচ্ছে? একটি সিনেমার জন্য আমরা হল পাচ্ছি না। কোন নিয়মে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটা আমি জানতে চাইব।’ কাগজের বউ সিনেমাটি আটটি হলে মুক্তি পেয়েছে।

‘হুব্বা’র দৃশ্য। ছবি : ভিডিও থেকে

একই দিনে কলকাতার কোনো সিনেমা ঢাকায় মুক্তির ঘটনা বিরল। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ একযোগে দুই দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান আকর্ষণ মোশাররফ করিম। এই অভিনেতাকে দেখা গেছে হুব্বা চরিত্রে। ইতিমধ্যে সিনেমাটির প্রযোজনা কর্তৃপক্ষ কলকাতায় প্রচারে সাড়া ফেললেও বাংলাদেশে সেই তুলনায় কম প্রচারণায় করেও দেশের দুই সিনেমার চেয়ে হল সংখ্যায় এগিয়ে রয়েছে। জানা যায়, সিনেমাটি দেশের ৬২টি হলে গতকাল মু্ক্তি পেয়েছে।

‘হুব্বা’ সিনেমার লুক থেকে ট্রেলার—সব জায়গায় প্রশংসা পেয়েছেন মোশাররফ করিম। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার মুক্তির পরে ভক্তদের একটাই কথা ছিল, এ যেন অন্য এক মোশাররফ করিম দেখা দিলেন, যেমনটা এর আগে দেখেনি কেউ। এ যেন শহরের নতুন গ্যাংস্টার। সিনেমায় নৃশংসতা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘একটা কথা বলব, চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। এই গল্পটি যখন আমি পাই, তখন থেকে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহী ছিলাম; কবে শুটিং হবে। ভাষার জন্য প্রস্তুতি নিতে হয়েছে। চরিত্রের নিষ্ঠুর কিছু দিক ছিল, সেটা নিয়েও ভাবতে হয়েছে। এই চরিত্রটি মানসিকভাবে নিজের মধ্যে নেওয়াটাই চ্যালেঞ্জিং ছিল।’ সিনেমাটি নিয়ে দুটি কারণে আগ্রহী মোশাররফ করিম। তিনি বলেন, ‘প্রথমত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয়ত সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন। আশা করছি সিনেমাটি দর্শকেরা পছন্দ করবেন।’