সিনেমার অনুদানের টাকায় যেন কেউ শপিং না করে: মাহি

সংবাদ সম্মেলনে রোশান ও মাহিসংগৃহীত

মুক্তির অপেক্ষায় থাকা সরকারি অনুদানে নির্মিত ‘আশীর্বাদ’ সিনেমার সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার ফেরদৌসের বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে অভিনেত্রী মাহিয়া মাহি অভিযোগ করেন, অনুদানের পুরো টাকা সিনেমা নির্মাণে ব্যয় করা হয়নি।
জেনিফার ফেরদৌসের সংবাদ সম্মেলনের এক সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে সাংবাদিকদের সামনে আসেন মাহি। সেখানে ‘আশীর্বাদ’ প্রযোজকের বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগ তোলেন ‘অগ্নি’ সিনেমা দিয়ে দর্শকমহলে পরিচিতি পাওয়া মাহি।

মাহিয়া মাহি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০১৯-২০ অর্থবছরে সরকারি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘আশীর্বাদ’। এর মধ্যে প্রযোজক ২৫ লাখ টাকার মতো খরচ করেছেন বলে দাবি করে এ অভিনেত্রী বলেন, ‘কাউকে অনুদান দেওয়ার আগে সেই টাকাটা ইউটিলাইজ হচ্ছে কি না, সেটা যেন দেখা হয়। অনুদানের টাকায় যেন কেউ শপিং না করতে পারেন। আমরা সবাই ট্যাক্স দিই, আমাদের সবার টাকায় সিনেমা হয়েছে। এমন না যে জেনিফার ফেরদৌস নিজের টাকা ইনভেস্ট করেছেন, উনি যেটা ইচ্ছা, সেটাই করবেন। এটা আমাদের সবার টাকার সিনেমা, সরকারি সিনেমা। সো এখানে জবাবদিহির দরকার ছিল।’

জেনিফার ফেরদৌস সংবাদ সম্মেলনে মাহি ও অভিনতা রোশানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের জবাব দিয়েছেন তাঁরা। মাহি বলেন, ‘প্রেস মিটে যাচ্ছেতাইভাবে আর্টিস্টকে ছোট করে কথা বলেছেন। উনি এভাবে কথা বলতে পারেন না। উনি বলেছেন, আমি নাকি ২৫ লিটার পানি দিয়ে গোসল করেছি। ওনার শুটিংয়ে আউটডোরেই তো যাইনি, উনি পানি কি বাসায় পাঠিয়েছিলেন? আমার কুকুরের দেখাশোনা করার জন্য একজন সঙ্গে গিয়েছিল। তাকে নাকি কনভেন্স দেওয়া হয়েছিল। আসলে তাকে কোনো কনভেন্স দেওয়া হয়নি।’

রোশান ও মাহিয়া মাহি
সংগৃহীত

অনুদানের সিনেমা বলে অর্ধেক পারিশ্রমিক নিয়ে সিনেমাটি করেছেন তাঁরা। মাহি পেয়েছেন পাঁচ লাখ আর রোশান পেয়েছেন মাত্র এক লাখ টাকা। রোশান বলেন, ‘একটা সিনেমা বানানোর জন্য সরকার থেকে যে টাকা দেয়, সেটা পর্যাপ্ত। শুটিং করতে গিয়ে মনে হয়েছে, যে জিনিসটা ২০ টাকা দিয়ে করা উচিত, সেটা ২ টাকা দিয়ে করা হচ্ছে। গ্রামের পিচ্চি পিচ্চি বাচ্চাদের হানাদার বাহিনীর পোশাক পরিয়ে দিয়েছে।’
সংবাদ সম্মেলনে মাহি ও রোশান ছাড়াও পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।