সিনেমার পরিচালকের মৃত্যু, জন্মদিনে শোকাহত শাবনূর
‘কাজের মেয়ে’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘ফুলের মতো বউ’সহ শাবনূর অভিনীত ১০টি ছবি পরিচালনা করেন আজাদী হাসনাত ফিরোজ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান। পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।
অপূর্ব রানা বলেন, গত ২৯ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক আজাদী হাসনাত ফিরোজ। অবশেষে গতকাল রাতে তিনি মারা যান। আজ মঙ্গলবার সকালে পাবনায় তাঁকে সমাহিত করা হয়েছে। আজাদী হাসনাত ফিরোজ ছিলেন প্রেমের সিনেমার পরিচালক। শাবনূরকে নিয়েই ১০টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কাজের মেয়ে’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘ফুলের মতো বউ’, ‘রসের বাইদানী’, ‘ঘরের লক্ষ্মী’ ও ‘স্বামী নিয়ে যুদ্ধ’।
অস্ট্রলিয়ার সিডনিতে থাকা শাবনূরের কাছেও পৌঁছে গেছে আজাদী হাসনাত ফিরোজের মৃত্যুর খবর। জন্মদিনে তাই মন খারাপও ছিল তাঁর। ফেসবুকে দেওয়া পোস্টে শাবনূর লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত্যুর খবর আমাকে সারা দিন বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত “কাজের মেয়ে”, “বউ শাশুড়ির যুদ্ধ”, “ফুলের মতো বউ”সহ অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তাঁর এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিতাড়িত হয়ে পড়ি। অকালপ্রয়াণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রবের দরবারে, যেন তিনি তাঁর আত্মাকে বেহেশত নসিব করেন।’
ফেসবুক পোস্টের শেষে শাবনূর লিখেছেন, ‘আজকে যাঁরা আমাকে স্মরণ করে, আমাকে ভালোবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চলচ্চিত্র এবং মাতৃভূমি থেকে এত বছর দূরে থাকার পরও আমার ভক্তকুল আমাকে আজও ভালোবেসে নিজেদের মনের ভেতর সযত্নে রেখে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি, আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি।’