পারিবারিকভাবে বিষয়টির সমাধান হয়েছে: সালওয়া
সিলেটের সাবেক এক সংসদ সদস্যের ছেলে নবাব আলী হাসিব খানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলার পর ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত সালওয়া বলছেন, বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার বিকালে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, হাসিব খান তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাঁর কোনো ক্ষতি হলে হাসিব দায়ী থাকবেন। তবে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন হাসিব খান। তাঁর ফেসবুক পোস্ট নিয়ে আলোচনার মধ্যে গতকাল রাতে আরেকটি ফেসবুক পোস্টে সালওয়া জানান, রাগের বশবর্তী হয়ে তিনি ফেসবুক পোস্টটি দিয়েছিলেন।
তিনি লিখেছেন, ‘কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে রাগের বশবর্তী হয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। আশা করছি, সিলেটের সবাই ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এভাবে রাগ করে ব্যক্তিগত সম্পর্কের ঝগড়ার কথা পাবলিকলি বলা আমার ঠিক হয়নি। আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধান করে ফেলেছি। এটাকে নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ রইল। ধন্যবাদ।’
এর আগে ‘বীরত্ব’ সিনেমার অভিনয়শিল্পী সালওয়া প্রথম আলোকে বলেছিলেন, হাসিবের সঙ্গে তাঁর ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে। নানা বিষয়ে তাঁকে চাপ দেওয়ায় তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেন সালওয়া। এরপর তাঁকে প্রাণনাশের হুমকি দেন হাসিব।
সালওয়া বলেন, ‘হাসিব হুমকি দিচ্ছেন, তাঁর কাছে নাকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে সে। আমি আর এসব হুমকি নিতে পারছি না।’
তবে মেরে ফেলার কথা, ভিডিও ফুটেজ, ছবি ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে হাসিব খান বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক। আমাদের দুজনের ঝগড়া হয়েছে। ঝগড়া হতেই পারে। আর আমি মেরে ফেলার কে? আমার বাবা রাজনীতি করেন। একটা সম্মান আছে। তা ছাড়া আজ পর্যন্ত আমার নামে কোনো ক্রাইম নেই, পাবেনও না।’
ভিডিও ছাড়ার ব্যাপারে হাসিব বলেন, ‘ব্যক্তিগত ভিডিও আমি কাকে দেব, কোথায় ছাড়ব? এটা কোনো দিন হয়?’ হাসিবের অস্বীকারের ব্যাপারে সালওয়া বলেন, ‘এখন এটা বললে তো হবে না। কারণ, হুমকি দিয়ে পাঠানো সব ডকুমেন্ট আমার কাছে আছে।’