হাসপাতাল থেকে বাসায় ফিরলেন পরী
পরীমনি অনেকটাই সুস্থ এখন। পাঁচ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই। সন্ধ্যার সময় প্রথম আলোকে পরীমনি বলেন, ‘পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ বিকেলে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না। বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো।’
হাসপাতাল থেকে ফিরলেও শরীর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে, জানালেন পরীমনি। বলেন, ‘জানেন, আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, ভিটামিন ডি ও কম ছিল। বোঝেন, তাহলে কী অবস্থা হয়েছিল আমার! তা ছাড়া আগে থেকে আমার শরীরে লো প্রেশার। বাসায় ফিরেছি কিন্তু শরীর কিছুটা দুর্বল আছে এখনো। পা এক জায়গায় ফেললে আরেক জায়গায় পড়ছে মনে হচ্ছে।’
তিনি জানান, ঠিকঠাকমতো খাওয়াদাওয়া করতে বলেছেন চিকিৎসক। অনেক ধরনের ওষুধ দিয়েছেন। বলেন, ‘ ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।’
অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল পরীমনির। গত রোববার সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। পরীমনি বলেন, ‘চেয়ারে বসা ছিলাম, চেয়ারসহ উল্টে পড়ে যাই। তখন মনে হচ্ছিল ঘরের সবকিছু ভেঙে আমার গায়ের ওপর পড়েছে। সে এক ভয়ংকর অবস্থা। বাসায় সবার তো কান্নাকাটি অবস্থা।’
পরীমনি জানান, এই দুর্ঘটনায় বেশি চিন্তিত ছিলেন তাঁর পেটের সন্তান নিয়ে। বলেন, ‘পড়ে গিয়ে আমার পেটের এক পাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলছিলেন, সমস্যা হয়নি। কিন্তু আমার মনে খুঁতখুঁত লাগছিল।’