আজ ফ্রি, আগামী সপ্তাহে টাকা গুনতে হবে
গত বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ঐতিহাসিক পটভূমির সিনেমা ‘চন্দ্রাবতী কথা’। চার মাস পর সিনেমাটি এবার দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছেন পরিচালক এন রাশেদ চৌধুরী। আজ শুক্রবার সরকারি অনুদানের সিনেমাটি বিনা মূল্যে দেখা যাবে মোহাম্মদপুর ইকবাল রোডের কলাকেন্দ্রে। পরের সপ্তাহ থেকে টাকা দিয়ে দেখতে হবে দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে।
সিনেমাটির পরিচালক বলেন, ‘সিনেমাটি গত বছর করোনার মধ্যে মুক্তি পেয়েছিল। সেই সময় করোনার প্রকোপ বাড়ছিল। তখন অনেকেই সিনেমাটি দেখতে পারেননি। সিনেমাটি তিন সপ্তাহ পর হল থেকে নেমে যায়। পরে অনেকেই অনুরোধ করেছেন সিনেমাটি দেখার জন্য। এ জন্য আবার দর্শকদের সামনে আসছে “চন্দ্রবতী কথা”। তবে সিনেমাটি আগামী সপ্তাহ থেকে আবার হলে মুক্তি পাবে। সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুভেচ্ছা প্রদর্শনী হচ্ছে আজ।’
আগামী সপ্তাহ থেকে সিনেমাটি নতুন করে আবার ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পাচ্ছে। রাশেদ চৌধুরী বলেন, ‘ঢাকার বেশ কিছু সিনেমা হল আবার প্রদর্শন করতে ইচ্ছা পোষণ করেছে। আমাদের সিনেমাটি নিরীক্ষাধর্মী। গল্পে দেশের লোকসংস্কৃতির বড় একটা আবেদন আছে। যে কারণে হয়তো অনেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাতে পারেন।’ এই নির্মাতা মনে করেন, ‘দেশের ঐতিহ্যসমৃদ্ধ বা আর্ট ফিল্মের দর্শক নেই, এটা ভুল কথা। সমস্যা, আমরা দর্শকের কাছে পৌঁছাতে পারছি না। দর্শক সিনেমা সম্পর্কে জানলে ভালোভাবে গ্রহণ করবে।’
বিশ্বের বিভিন্ন দেশের মতো কলাকেন্দ্র গ্যালারি হিসেবে দেশের আর্টওয়ার্ককে তুলে ধরবে। কলাকেন্দ্রের বরাত দিয়ে রাশেদ চৌধুরী বলেন, সারা বিশ্বেই গ্যালারি আর্টওয়ার্ক বিষয়টি জনপ্রিয়। এখানে এর পর থেকে নিয়মিত বিকল্পধারার আর্ট সিনেমা প্রদর্শিত হবে। তার অংশ হিসেবেই ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পাচ্ছে।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, এহসানুর বর্ষণ, তনয় বিশ্বাস, শশাংক সাহা, মিতা রহমান, জয়িতা মহলানবিশ প্রমুখ।