অস্ট্রেলিয়ায় যেভাবে কাটছে তাসকিনের সময়
অনেক আগেই অস্ট্রেলিয়ার নাগরিক হয়েছেন তাসকিন রহমান। ঢাকার চলচ্চিত্রে কাজের ব্যস্ততা বাড়ার পর ঢাকা-সিডনি যাতায়াতের মধ্যেই ছিলেন এই অভিনেতা। দুই দেশে যাতায়াত সমন্বয় করে কাজ করেছেন। করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে এখন। অনেক দিন হলো চলচ্চিত্রের তাঁর সহকর্মীরা শুটিং, ডাবিংয়ে নেমে পড়েছেন। নতুন নতুন সিনেমায় কাজ করছেন তাঁরা। কিন্তু তাসকিন রহমানের কোনো খবর নেই। ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় চলে যান। আর ফেরেননি।
এত দীর্ঘ সময় তাসকিন কী করছেন সেখানে? যোগাযোগ করা হলে এই অভিনেতা জানান, নিজের চোখের চিকিৎসা নিতেই দীর্ঘ সময় সেখানে আছেন তিনি। বলেন, ‘চিকিৎসকের পরামর্শে চলছি। খুব একটা জটিল কিছু না। অপটিক্যাল নার্ভের একটু সমস্যা হয়েছে। চিকিৎসক বলেছেন, কর্নিয়ার নিরাপত্তার জন্য অস্ত্রোপচার করতে হবে।’ তাঁর কথা, চোখ একটি স্পর্শকাতর জায়গায়। চিকিৎসায় সময় লাগে। হুট করে বললেই তো আর অস্ত্রোপচার হবে না। নাম জমা দেওয়ার পর অপেক্ষমাণ তালিকা থেকে নাম এলে তারপর চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানাবেন। তিনি বলেন, ‘আশা করছি কিছুদিনের মধ্যে অস্ত্রোপচার হবে। তার আগে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছি।’
অস্ট্রেলিয়ায় যাওয়ার পর নতুন কোনো সিনেমায় আর কাজ করেননি। তবে যাওয়ার আগে চারটি ছবির শুটিং শেষ করে গেছেন। ‘গিরগিটি’ নামে একটি ছবির শুটিং বাকি আছে। তবে সেখানে বসেই শুটিং শেষ করা ‘শান’ ছবির ডাবিং শেষ করেছেন তিনি।
এদিকে শুটিং শেষ হলেও ‘অপারেশন সুন্দরবন’, ‘মিশন এক্সট্রিম ২, ‘ক্যাসিনো’ ছবিতে তাসকিনের অংশের ডাবিং বাকি আছে। তিনি বলেন, ‘শান’ ছবিরও ডাবিং বাকি ছিল। অস্ট্রেলিয়ায় বসেই ডাবিং শেষ করেছি। যদি জরুরি দরকার হয়, তাহলে বাকি ছবিগুলোও এখানে বসেই ডাবিং করে দিতে পারব। কারণ, এখনই বাংলাদেশে যেতে পারছি না। গত জানুয়ারি মাসে ‘ক্যাসিনো’ ছবির পরিচালক সৈকত নাসির যোগাযোগ করেছিলেন ডাবিং শেষ করতে। কিন্তু পরে আর যোগাযোগ করেননি।’
তাসকিন জানান, দেশে আসতে আরও তিন-চার মাস লাগতে পারে। বলেন, অস্ত্রাপচার করার পরও তো বিশ্রাম নিতে হবে। এ জন্য সময়টা লাগবে।
কীভাবে সময় কাটছে সেখানে? জানতে চাইলে তাসকিন জানান, বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি গবেষণার কিছু কাজ করছেন তিনি। বলেন, ‘আগে থেকেই পিএইচডি করছি। এটি বিরতি দিয়েও করা যায়। মাঝখানে বছর দেড়েক শুটিংয়ের কারণে বাংলাদেশে ব্যস্ত ছিলাম। এ জন্য বন্ধ ছিল। এখন যেহেতু অস্ট্রেলিয়ায় আছি। তাই গবেষণার কাজটি একটু এগিয়ে রাখছি।’
‘প্রায় দেড় বছর ওখানে আছেন, বাংলাদেশ থেকে বা অস্ট্রেলিয়ায় কোনো কাজের প্রস্তাব পাচ্ছেন কি না?’ এ ব্যাপারে তাসকিন জানান, ঢাকা থেকে একটি বড় বাজেটের সায়েন্স ফিকশন সিনেমার কাজের প্রস্তাব ছিল। সেখানে বলিউডের নাসিরুদ্দীন শাহও অভিনয় করবেন। তাসকিন বলেন, ‘ছবির গল্প পেয়েছি। মে মাসে শুটিংয়ের শিডিউল চেয়েছেন তাঁরা। কিন্তু মে মাসে শিডিউল দিতে পারব কি না, বুঝতে পারছি না। তাই কাজটি করার এখনো সিদ্ধান্ত নিইনি। এ ছাড়া অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে দেখা হয়েছিল। একসঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।’