যে কারণে স্মৃতিকাতর ভূমি পেড়নেকর

ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে
ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে

কাজের ব্যস্ততায় ঘরটাকে ঠিকঠাক দেখাও হয় না। হয়তো কোনো প্রিয় জিনিস হারিয়ে গেছে আগে। সেটিই লুকিয়ে আছে ঘরের কোনো কোণে। হঠাৎ করেই সেটি চোখের সামনে পড়লে কেমন লাগবে? বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর যেন তেমনই এক শৈশবের গুপ্তধন পেয়ে নিজেই স্মৃতিকাতর হলেন। আবেগতাড়িত হয়ে গেলেন খানিকটা।


এই লকডাউনে নিজের বাসায় চাষাবাদ নিয়ে রীতিমতো মেতে ছিলেন ভূমি। এখন ঘরদোর পরিষ্কারে মন দিয়েছেন। আর ঘর সাফ করতে করতেই এই বলিউড অভিনেত্রী খুঁজে পেলেন 'খাজানা', মানে গুপ্তধন। হারিয়ে যাওয়া এই গুপ্তধনের সন্ধান পেয়ে বেজায় খুশি এই বলিউড অভিনেত্রী। তিনি বলেন, 'লকডাউনের এই সময়ে নিজের বাড়িকে পুরোপুরি সময় দিতে পারছি। নিজের হাতে বাড়ি পরিষ্কার করছি। আর তা করতে গিয়ে আমি একটা পুরোনো ট্রাংক খুঁজে পাই। তবে সবচেয়ে অবাক হই ট্রাংকের ভেতরের জিনিসগুলো দেখে। এই ট্রাংকে আমার স্কুলের একটি স্ক্র্যাপবুক পেয়েছি। আমার প্রথম ডিভিডি অডিশনের টেপটাও সেখানে। আর আমার লেখা প্রথম চিত্রনাট্য সেই ট্যাংকে ছিল। সত্যি বলতে, আমি এসব জিনিসগুলো আবার খুঁজে পাব, তা ভাবিইনি।'

ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে
ভূমি পেড়নেকর। ছবি: ফেসবুক থেকে

ভূমি আরও বলেন, 'এখন এত সময় পাওয়া যাচ্ছে যে আপনি আপনার জীবনকে রিব্যুট করতে পারবেন। লকডাউনের প্রথম সপ্তাহ খুবই অদ্ভুত ছিল। আমার ঘরটা রাস্তার দিকে, তাই খুব শোরগোল শোনা যেত। কিন্তু হঠাৎই এখানে নীরবতা নেমে আসে। দু-তিন দিন পর মানুষের কোলাহলের পরিবর্তে পাখির কিচিরমিচির শুনতে পাই। লকডাউনের প্রথম সপ্তাহ আমরা করোনাভাইরাস নিয়েই বেশি ব্যস্ত থাকতাম। এখনো আমরা এই নিয়ে কথাবার্তা বলি। তবে এই ভাইরাসকে নিয়ে বাস করা এবং একে মোকাবিলা করার রাস্তাও পেয়ে গেছি।'
ভূমি অভিনীত ছবি ডলি কিট্টি অর ওহ চমকতে সিতারে মুক্তির অপেক্ষায়। এই ছবিতে ভূমির চরিত্রের সঙ্গে ১০-১২ বছর আগের ভূমির মিল আছে।