মাদক কেলেঙ্কারি : যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে অর্জুন রামপাল

অর্জুন রামপাল
ছবি:ইনস্টাগ্রাম

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এক সপ্তাহ আগেই ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) অর্জুন রামপালকে সমন পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। সে সময় তিনি সেখানে হাজির হননি। গতকাল সোমবার তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে হাজির হয়েছিলেন। তাঁকে তদন্ত কর্মকর্তারা বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাদক কেলেঙ্কারির অভিযোগে যেকোনো সময় অর্জুন রামপালকে গ্রেপ্তার করা হবে। কারণ, তিনি ভুয়া কাগজ জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা অভিনেতার কাছ থেকে বেশ কিছু নথিপত্রসহ বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন। সেই চাহিদানুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কাছে অর্জুন একটি প্রেসক্রিপশনও জমা দিয়েছেন। আর সেই প্রেসক্রিপশন নিয়েই এখন আলোচনার সূত্রপাত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা সেটিকে জাল বলে মনে করছেন। শোনা যাচ্ছে, এটি যদি ভুয়া হয়, তাহলে এই বলিউড অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে। ওই প্রেসক্রিপশনে নাকি মানসিক রোগের উল্লেখও আছে। সে বিষয়েও তদন্ত করে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।

অর্জুনের ওপর এনসিবির নজর পড়ার অন্যতম একটি কারণ হলো, এর আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিয়ালোস দেমেত্রিয়াদেস।

চরস ও অ্যালপ্রাজল ট্যাবলেটের মতো নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছিল তাঁর কাছ থেকে। জানা গেছে, মুম্বাইয়ের কোকেন পাচারকারী ওমেগা গডউইনের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে। কারণ, জেরার সময় নাইজেরিয়ার নাগরিক ওমেগা নাম নিয়েছিলেন অ্যাগিসিয়ালোসের।

অর্জুন রামপাল
ছবি:ইনস্টাগ্রাম

গত ১৩ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তাদের জেরার মুখে পড়তে হয়েছিল অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতার গাড়ির চালককে। বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল অর্জুনের ব্যক্তিগত মুঠোফোনসহ বাড়ির যাবতীয় গ্যাজেটও।কে। ফিল্ম ইন্ডাস্ট্রির মাদক চক্রের সঙ্গে অর্জুন রামপালের নাম জড়ানোর খবর গত মাসেই প্রকাশ্যে এসেছে। ১০ নভেম্বর বলিউড অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসসহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি।

প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস ও বলিউড তারকা অর্জুন রামপাল
ছবি : ইনস্টাগ্রাম

অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয়েছিল অভিনেতার গাড়ির চালককে। বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল অর্জুনের ব্যক্তিগত মুঠোফোনসহ বাড়ির যাবতীয় গ্যাজেটও।

সুশান্তর মৃত্যুরহস্যের তদন্ত করতে গিয়ে উঠে এসেছে বলিউডের মাদক–সংশ্লিষ্টতার বিষয়। কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে সাপ। এনসিবি গভীরভাবে তদন্ত চালাচ্ছে। একাধিক বলিউড তারকাকে পড়তে হয়েছে এনসিবির জেরার মুখে।

অর্জুন রামপাল
ছবি:ইনস্টাগ্রাম

বেশ কিছু বলিউড অভিনেতার বাসায় হানা দিয়েছে এই তদন্ত সংস্থা। বলিউডের নামকরা প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বাসা থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ফিরোজের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে এনসিবি একই বিষয়ে রিয়া চক্রবর্তী, দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংসহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। দীপিকার সাবেক ব্যবস্থাপক কারিশমা প্রকাশকেও জেরা করেছেন তাঁরা। এনসিবি কারিশমার বাসা থেকে গাঁজা ও সিবিডি অয়েল উদ্ধার করেছিল। ধর্ম প্রোডাকশনের সাবেক এক্সিকিউটিভ প্রযোজক ক্ষিতীশ প্রসাদকেও গ্রেপ্তার করেছিল এই তদন্ত সংস্থা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরসহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে
কোলাজ