বিজয়ই হচ্ছেন মুত্তিয়া মুরালিধরন
খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল যে শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামিল সুপারস্টার বিজয় সেথুপাতি। কিন্তু এত ছবি বিজয়ের ঝুলিতে যে তখন ‘হ্যাঁ’ বলতে পারেননি। অবশেষে জানা গেল, এই তারকার কাছ থেকে অনুমতি মিলেছে। মুরালিধরন হিসেবে রুপালি পর্দা কাঁপাবেন তামিল তারকা বিজয় সেথুপাতি। ভারতীয় চলচ্চিত্র ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর দিয়েছেন।
ভারতীয় কয়েকটি গণমাধ্যম তরণের পোস্ট ধরে খবর করেছে। ছবির নাম ‘৮০০’। এটি নির্মাণ করবেন এম এস শ্রীপাথি। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে ধুম পড়েছে বায়োপিক নির্মাণের। ক্রিকেটারদের নিয়েই তাঁরা অনেকগুলো সিনেমা তৈরি করেছে। এর মধ্যে এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে। মুক্তির জন্য প্রস্তুত ক্রিকেট নিয়ে সিনেমা ‘৮৩’। কপিল দেবকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এবার শ্রীলঙ্কান এই ঘূর্ণির জাদুকরকে নিয়ে সিনেমা তৈরির হতে যাচ্ছে।
তবে শুধু তরণ আদর্শ নয়, মুত্তিয়া মুরালিধরন, বিজয় সেথুপাতি দুজনেই ফেসবুকে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ঘোষণা দিয়েছেন। বিজয় সেথুপাতি একটি ছবি দিয়ে লিখেছেন, ‘এমন ঐতিহাসিক এক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি। শিগগির পরবর্তী আপডেট আসছে।’
মূলত দক্ষিণ ভারতের তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। দুজনের চেহারায় অসাধারণ মিল আর দুজনেই তামিল হওয়ার এই সিনেমায় সেথুপাতি ছিলেন নির্মাতাদের প্রথম ও প্রধান পছন্দ। ছবিটির ঘোষণা যখন আসে, তখন বিজয়ের হাতে মোট ছয়টি সিনেমা ছিল। তাই এই সিনেমার অভিনয় নিয়ে কোনো কথা বলতে পারেননি ‘মাক্কাল সেলভান’খ্যাত সেথুপাতি।
আপাতত কেন্দ্রীয় চরিত্র সম্পর্কেই জানা গেছে। এখনো অন্য কোনো চরিত্রের কথা ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ডিসেম্বরেই শুটিং শুরু করার পরিকল্পনা তাদের। ছবিটির দৃশ্যধারণ করা হবে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আরও কয়েকটি দেশে।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন ঘূর্ণির জাদুকর মুত্তিয়া মুরালিধরন। তাঁর পেছনেই আছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন ৭০৮টি উইকেট নিয়ে।