হলিউড তারকা ক্রিস হেমসওর্থের হাতে মার খেয়ে বাঁকা হয়ে গিয়েছিলেন বলিউড তারকা রণদীপ হুদা। আলোচিত সেই ওয়েব চলচ্চিত্র ‘এক্সট্রাকশন’ রণদীপকে দিয়েছিল অন্য রকম এক খ্যাতি। সেই রণদীপ গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে একটি সার্জারি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
গতকাল বুধবার প্রচণ্ড ব্যথা নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। অভিনেতার সঙ্গে হাসপাতালে আছেন তাঁর বাবা, যিনি নিজেও একজন চিকিৎসক। হাসপাতালের সামনে গাড়ি থেকে নামার সময় বেশ কজন ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন তিনি। অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, মঙ্গলবার রাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন রণদীপ। ব্যথা সহ্য করতে না পেরে বুধবার তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর একটি সার্জারি করা হয়। অভিনেতাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। রণদীপ নিজেই তাঁর টিমের সদস্যদের জানিয়েছেন, দুদিন ছুটিতে থাকবেন তিনি। এর বাইরে বিস্তারিত কিছুই জানাননি এই অভিনেতা। রণদীপের সেই বন্ধু গতকাল জানান, অভিনেতার বাবা একজন চিকিৎসক। ছেলের শারীরিক পরিস্থিতি তিনিই ভালো বলতে পারবেন। তাঁর নানা রকম পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষার ফল হাতে পেলেই হয়তো তাঁরা গণমাধ্যমে কথা বলবেন। এ নিয়ে মানুষ অহেতুক জল্পনা-কল্পনা করুক, তা চান না রণদীপ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রণদীপ সকালে ভর্তি হওয়ার পর তাঁকে বেশ কিছু পরীক্ষা করানো হয়। সেসবের মধ্যে কোভিড-১৯-এর পরীক্ষাও রয়েছে। এ পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ এসেছে। ফলে সার্জারিতে কোনো বাধা ছিল না। তবে কী ধরনের ব্যথার কারণে তাঁকে সার্জারি করানো হল, সেটা পরিবারই ভালো বলতে পারবে। ধারণা করা হচ্ছে, এটি রণদীপের একটি পুরোনো সমস্যা। অনেক আগেই এ সার্জারিটি করানোর কথা ছিল।
‘এক্সট্রাকশন’ যাঁরা দেখেছেন, তাঁদের নিশ্চয়ই মনে আছে, আহত রণদীপ একটি হোটেলকক্ষে নিজেই নিজের একটি সার্জারি করেছিলেন! ক্রিসের বক্সিং খেয়ে নাকের বেঁকে যাওয়া হাড় নিজ হাতেই সোজা করেছিলেন তিনি। করোনা মহামারির ভেতরেই ২০ আগস্ট রণদীপ তাঁর ৪৪তম জন্মদিন উদযাপন করেন। ‘এক্সট্রাকশন’-এর সাফল্যের পর যুক্তরাষ্ট্রের এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রণদীপ। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘“এক্সট্রাকশন” ছবিটা বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া ফেলেছে। একটা অসাধারণ টিমের সঙ্গে কাজ করে আমি নতুন অনেক কিছু শিখেছি। যেহেতু প্রতিটি শিল্পীই চান যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছাতে, ফলে আমি আন্তর্জাতিক সিনেমার ভুবনে প্রবেশ করতে পেরে খুবই আনন্দিত।'
ভারতীয় এক মাফিয়ার সন্তানকে ঢাকা থেকে উদ্ধারের কাহিনি নিয়ে ‘এক্সট্রাকশন’ ছবিটি পরিচালনা করেছেন স্যাম হার্গরেভ।