আমি বাবার জন্য লাকি: সোনম
বাবা অনিল কাপুরের সঙ্গে সোনমকে শেষ ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে দেখা গিয়েছিল। এবার কাকা সঞ্জয় কাপুরের সঙ্গে তাঁকে ‘জোয়া ফ্যাক্টর’ ছবিতে দেখা যাবে। জোয়াকে ঘিরে এই ছবির কাহিনি। জোয়া এমন একজন মেয়ে, যে ভারতীয় ক্রিকেট দলের জন্য অত্যন্ত লাকি। হাসিখুশি প্রাণবন্ত এই মেয়েটি যে কারোর ভাগ্য ফিরিয়ে দিতে পারে। সেই জোয়া চরিত্রেই পর্দায় আসবেন সোনম কাপুর। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেল অভিষেক শর্মা পরিচালিত এই কমেডি ছবিটির ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিলেন এই বলিউড অভিনেত্রী। সোনমকে ফের অন্য এক চরিত্রে দেখা যাবে।
সোনম বলেন, ‘ছবির সঙ্গে সঙ্গে আমি আমার ছবির ধরনও বদলাই। আমি নিজেকে কখনো একই ধাঁচের ছবিতে বেঁধে রাখতে ভালোবাসি না। আমার আগের ছবিগুলো ছিল ভিরে দ্য ওয়েডিং, এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা, সঞ্জু, প্যাডম্যান, নীরজা। এই ছবিগুলোর প্রত্যেকটির ধরন আলাদা। তবে আমি নিজে কমেডি ধারার ছবি বেশি উপভোগ করি। কমেডিতে বেশি স্বচ্ছন্দ্যবোধ করি। তবে দর্শক আমাকে নীরজা, রঞ্জনার মতো ছবিতে দেখতে বেশি পছন্দ করে।’
জোয়া ফ্যাক্টর ছবির বিষয় লাক অর্থাৎ ভাগ্য। এ ব্যাপারে সোনম বলেন, ‘আমি আমার পরিবারের জন্য খুব লাকি। এটা সবাই মনে করে। বিশেষ করে আমি আমার বাবার জন্য লাকি। আমি যখন মায়ের গর্ভে বাবা তখন তেজাব, রাম লক্ষ্মণ-এর মতো ছবিতে কাজ করেছিলেন। আর আমার কুন্ডলী দেখে এক জ্যোতিষ বলেছিলেন যে আমার জীবনে যেসব পুরুষ আছেন তাঁদের জন্য আমি লাকি। তবে আমার পুরুষরাও আমার জন্য লাকি। ভাগ্য তো আছেই। আমি নিয়তিতে বেশি বিশ্বাস করি। আর পরিশ্রম তো করতেই হবে। তাই এই তিন নিয়েই জীবন।’
অভিষেক শর্মা পরিচালিত জোয়া ফ্যাক্টর ছবিতে সোনম কাপুরের বিপরীতে দেখা যাবে দুলকর সালমানকে। এ ছাড়া এই ছবিতে আছেন অঙ্গদ বেদি, সঞ্জয় কাপুর, সিকান্দার খেরসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২০ সেপ্টেম্বর।