আবেগে কাঁদলেন শ্রদ্ধা কাপুর
ভাই সিদ্ধান্ত কাপুরের সঙ্গে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের খুনসুটির সম্পর্ক। ভাইয়ের থেকে দূরে গিয়ে একদমই থাকতে পারেন না শ্রদ্ধা। ফোন করে হলেও রোজ ভাইয়ের সঙ্গে কথা বলা চাই–ই চাই। এবার প্রিয় ভাইয়ের জন্য আবেগে শ্রদ্ধার দুচোখ ভরে গেল জলে।
মুক্তি পেতে চলেছে সিদ্ধান্তের ছবি ‘ইয়ারম’। সে ছবিতেই গাইছেন তিনি। সম্প্রতি সিদ্ধান্তের ‘ইয়ারম’ ছবির ‘কাশ ফির সে’ গানটির লিংক টুইটারে শেয়ার করেন শ্রদ্ধা। এই গানটি গেয়েছেন সিদ্ধান্ত, সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। শ্রদ্ধা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি যখন ভাইকে গান গাইতে দেখি, তখন আমার দুচোখ জলে ভরে আসে। আর আমার সারা শরীরে শিহরণ জাগে’।
ইয়ারম ছবিতে সিদ্ধান্তের সংগে প্রতীক বব্বরকেও দেখা যাবে। বিজয় মুলচান্দি নির্মিত এই ছবিটি আজ ভারতে মুক্তি পাচ্ছে।