ছয় গুণ পারিশ্রমিক বৃদ্ধি, সিনেমাপ্রতি এখন কত পান সানি
সানি দেওলকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় প্রতিবছরই সিনেমা করছিলেন বটে, তবে সেগুলো মনে রাখার মতো কিছু ছিল না। কিন্তু ‘গদার ২’ দিয়ে প্রবলভাবে ফিরে আসেন নব্বই দশকের এই অ্যাকশন তারকা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, ‘গদার ২’-এর সাফল্যের পর নিজের পারিশ্রমিক ছয় গুণ বাড়িয়েছেন সানি।
আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি অভিনীত নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলার প্রশংসিত হয়েছে, মনে করা হচ্ছে এ সিনেমাটি দিয়ে আরও একটি হিট উপহার দেবেন সানি।
১০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘জাট’। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। এর আগে তিনি ‘গদার ২’ ছবিটির জন্য পেয়েছিলেন মাত্র আট কোটি রুপি! অর্থাৎ মাত্র বছর দুয়েকের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।
দুই বছরের মধ্যে ছয় গুণ বেশি পারিশ্রমিক বাড়ানো হলিউডে বিরল ঘটনা। ‘জাট’ সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র ভারতীয় দৈনিক জাগরণকে জানায়, ‘গদার ২’-এর সাফল্য সানিকে চমকে দিয়েছে। এ সিনেমাটি দিয়ে বলা যায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দর্শকদের কাছে তাঁর আবার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাই প্রযোজকেরা তাঁর চাহিদামতো পারিশ্রমিক দিতে কার্পণ্য করেননি।
এদিকে আজ মুক্তির পর সমালোচকদের প্রশংসাই পাচ্ছে সিনেমাটি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ এক্সে নিজের রিভিউতে ‘জাট’কে ৫-এ ৩.৫ রেটিং দিয়েছেন।
এই সমালোচকের ভাষ্যে, ‘সিনেমার চিত্রনাট্য আরও বুদ্ধিদীপ্ত হতে পারত, দ্বিতীয়ার্ধ আরও জমাটি হতে পারত; তারপরও ছবিটি হতাশ করেনি।’ সিনেমায় সানি ও খল চরিত্রে রণদীপ হুদার অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি।
গোপিচাঁদ মালিনেনি পরিচালিত এই অ্যাকশন থ্রিলার সিনেমায় সানি, রণদীপ ছাড়া আরও অভিনয় করেছেন রেজিনা ক্যাসেন্দ্রা, বীনিত কুমার সিং, সায়েমি খেরকে।