ওটিটিতে বিক্রি হলো ‘পাঠান’, দাম শুনলে চমকে যাবেন
গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে চলছে ‘পাঠান’–ঝড়। গড়ে প্রতিদিন প্রায় ১০০ কোটি রুপি করে ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দের ছবিটি। প্রথম সাত দিনে সারা বিশ্ব থেকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটির আয় ৬৪৩ কোটি রুপি। তবে বাংলাদেশসহ অনেক দেশেই ছবিটি মুক্তি পায়নি। ‘পাঠান’ দেখতে হলে তাদের ভরসা ওটিটি প্ল্যাটফর্ম। তবে এসব দেশের দর্শকের জন্য সুখবর, ওটিটিতে বিক্রি হয়ে গেছে ছবিটি।
বক্স অফিসে এমন রেকর্ডের পর স্বভাবতই ওটিটি প্ল্যাটফর্মগুলোর ব্যাপক আগ্রহ ছিল ‘পাঠান’ নিয়ে। অনেক ওটিটি প্ল্যাটফর্মই উঠেপড়ে লেগেছিল ছবিটির স্বত্ব কিনতে। শেষ পর্যন্ত স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া। যশরাজ ফিল্মস ও অ্যামাজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অ্যামাজন প্রাইম ১০০ কোটি রুপিতে ‘পাঠান’-এর ওটিটি স্বত্ব কিনে নিয়েছে।
ওটিটি স্বত্ব বিক্রির পরের প্রশ্ন—কবে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি? এ প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। কোনো সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে ওটিটিতে আসবে ছবিটি। আবার কোনো সূত্র জানিয়েছে, এপ্রিলের শেষে ঈদুল ফিতর উপলক্ষে ওটিটিতে মুক্তি পাবে ‘পাঠান’।
হলে মুক্তির পর এর মধ্যেই একের পর এক রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। মুক্তির পর প্রথম সাত দিনে ভারত থেকে ৩৩০ কোটি রুপি আয় করেছে ‘পাঠান’, যা প্রথম সপ্তাহে কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়। ২৬৮ কোটি ও ২৪৭ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে ‘কেজিএফ টু’ ও ‘বাহুবলী টু’।
এদিকে ‘পাঠান’–সাফল্যের মধ্যেই পরের ছবির কাজে ব্যস্ত হয়ে যাবেন শাহরুখ খান। কয়েক দিনের মধ্যেই শুরু করবেন অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির শুটিং।