রণবীর কি অমিতাভের মতো তারকা হতে পারবেন
‘অ্যাংরি ইয়ং ম্যান’ বললেই মনে পড়ে অমিতাভ বচ্চনের কথা। আর ‘বিগ বি’র সেই চরিত্রায়নের পেছনে যে দুজন, সেই সেলিম-জাভেদের অন্যতম জাভেদ আখতার জানিয়ে দিলেন, কেন দর্শক কালক্রমে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ চরিত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ল। পাশাপাশি তিনি এ–ও জানালেন, রণবীর কাপুর কি অমিতাভ বচ্চনের মতো তারকা হতে পারবেন কি না। খবর হিন্দুস্তান টাইমসের
এক সাক্ষাৎকারে জাভেদকে বলতে শোনা যায়, ‘সমসাময়িক নায়ক কে? মানুষ “অ্যাংরি ইয়ং ম্যান” ধরনের চরিত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন। এটা হয়েছে কেননা অমিতাভ বচ্চনের করা চরিত্রগুলোয় রাগ তৈরিই হয়েছিল গভীর বেদনা থেকে। আপনি তাঁর রাগের ভেতরে সেই বেদনা দেখতে পাবেন।
কিন্তু পরে তাঁরা বেদনাটা ভুলে গেল। থেকে গেল স্রেফ রাগ, যা নিষ্ঠুরতা। আর সেই কারণেই রাগী যুবকের ব্যাপারটা মুছে গেল।’
একই সাক্ষাৎকারে জাভেদ আরও বলেন, ‘আজকের সমাজে পরিষ্কার নয়। আর তাই বড় চরিত্র আসছে না। বড় চরিত্র আসছে না বলে বড় তারকাও আসছে না।’
এই প্রসঙ্গেই জাভেদ আখতারের কাছে জানতে চাওয়া হয়, রণবীর কাপুর কি অমিতাভ বচ্চনের মতো তারকা হতে পারবেন না?
যা শুনে জাভেদের জবাব, ‘না না, আমি ওর জন্য আলাদা ছবির গল্প লিখব।’ তবে রণবীরকে নিয়ে কী ধরনের কাজ করতে চান, তা পরিষ্কার করেননি জাভেদ।