ইউটিউবার থেকে নায়ক, ঝড়ের গতিতে চলছে প্রদীপের সিনেমা
দক্ষিণি সিনেমার খোঁজখবর রাখলে আপনার প্রদীপ রঙ্গানাথানের নাম শোনার কথা। গত কয়েক বছরে ‘কোমালি’, ‘লাভ টুডে’র মতো আলোচিত সিনেমা বানিয়েছেন তিনি। কেবল পরিচালনা করেননি, ‘লাভ টুডে’তে নায়কের চরিত্রে অভিনয়ও করেছেন। প্রদীপের নতুন সিনেমা ‘ড্রাগন’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। কে এই প্রদীপ? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
প্রদীপ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বছর দশেক আগে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানিয়ে আলোচনায় আসেন। নিজেই অভিনয় করতেন। একই সঙ্গে সামলাতেন পরিচালনা, সম্পাদনার দায়িত্বও।
২০১৯ সালে মুক্তি পায় প্রদীপের প্রথম সিনেমা ‘কোমালি’। তামিল এই কমেডি সিনেমাটি বক্স অফিসে ৫১ কোটি রুপি ব্যবসা করে চমকে দেয়। এ সিনেমায় অবশ্য প্রদীপ অভিনয় করেননি।
তাঁর সাফল্য আরও ছড়িয়ে পড়ে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাভ টুডে’ সিনেমা দিয়ে। নিজে পরিচালনার পাশাপাশি এখানে নায়ক হিসেবেও দেখা যায় প্রদীপকে। বড় পর্দায় এটিই তাঁর প্রথম অভিনয়। মাত্র ৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১২০ কোটি রুপি আয় করে শোরগোল ফেলে দেয়। গত মাসেই ‘লাভইয়াপা’ নামে সিনেমাটির হিন্দি রিমেক মুক্তি পায়। জুনাইদ খান ও খুশি কাপুর অভিনীত সিনেমাটি অবশ্য তেমন ব্যবসা করতে পারেননি।
প্রদীপ এখন আলোচনায় ‘ড্রাগন’ সিনেমা দিয়ে। তামিল এই সিনেমা পরিচালনা করেছেন অশ্বথ মারিমুথু। ২১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ৩৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১২০ কোটি রুপি আয় করেছে। এ সিনেমাটি দিয়ে টানা তিনটি সুপারহিট ছবি উপহার দিলেন প্রদীপ।
বেশির ভাগ সমালোচকই সিনেমাটিকে ৫-এ ৪ রেটিং দিয়েছেন। তাঁদের মতে, আবেগ আর উপভোগের মন্ত্রে নির্মিত সিনেমাটি বিনোদনের এক দারুণ প্যাকেজ।
নিজের সাফল্য নিয়ে ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ বলেন, ‘আমি এমন ধরনের কনটেন্টে কাজ করতে চাই, যেগুলো যোগাযোগধর্মী, খুব সহজেই মানুষ নিজেদের সঙ্গে মেলাতে পারে। আর অভিনয়, পরিচালনা দুটিই খুব উপভোগ করি।’
প্রদীপ এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘লাভ ইনস্যুরেন্স কোম্পানি’র শুটিং। এর আগে ‘ড্রাগন’ যাঁরা দেখেননি, তাঁদের জন্য সুখবর আছে, ২৮ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।