তারকা নয়, অভিনেতা হয়ে বাঁচতে চান

‘সীতা রামম’-এর পর সাফল্যের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেল দুলকার সালমানের হিন্দি ছবি। আর বালকি পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তির আগে দক্ষিণি অভিনেতা দুলকার সালমানের মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য

মুম্বাইয়ের একটা পাঁচতারা হোটেলে আড্ডার শুরুতেই উঠে এল ‘চুপ’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রের কথা। দুলকার বলেন, ‘বালকি স্যার আমাকে যখন এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, অবাকই হয়েছিলাম। কারণ, এই ছবির কাস্টিং একদম আলাদা। তিনি বলেছিলেন, আমাকে ব্যতিক্রমী কিছু করতে হবে। সত্যি সত্যি ‘চুপ’ ছবিটা একদম আলাদা। আমার সঙ্গে বালকি স্যারের অনেক আলাপ–আলোচনা হতো। চরিত্রের প্রয়োজনে আমাকে লুক বা অন্য কিছুর ওপর কিছু করার প্রয়োজন পড়েনি। ঘুম থেকে উঠেই শট দেওয়ার জন্য প্রস্তুত হতে হতো। মেকআপ আর চুল ঠিক করানোরও প্রয়োজন হতো না।’

‘চুপ’ ছবিতে শ্রেয়া ধন্বন্তরি ও দুলকার সালমান
ছবি : সংগৃহীত

দুলকার আগে ‘কারওয়া’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’—এই দুই বলিউড ছবিতে কাজ করেছেন। চুপ তাঁর তৃতীয় হিন্দি ছবি। বলিউডি ছবি নির্বাচনের প্রসঙ্গে এই দক্ষিণি তারকা বলেছেন, ‘অভিনেতা হিসেবে এখন আমি সুরক্ষিত বোধ করি। হিন্দিতে যা-ই করি না কেন, আমি চাই এখানে আমাকে তারকার চেয়ে ভালো অভিনেতা হিসেবেই লোকে জানুক। একসঙ্গে একাধিক ইন্ডাস্ট্রির তারকা হওয়া অসম্ভব। এখানে এমন কিছু ব্যক্তি আছেন, যাঁরা সারা জীবন উজাড় করে দিয়েছেন বলিউড তারকা হবেন বলে। আর মাত্র দু-একটা ছবি করে আমি স্টারডমের আশা করতে পারি না। আমি চাই সু–অভিনেতা হিসেবে মানুষের হৃদয়ে বাস করতে।’

‘সীতা রামম’ ছবিতে ম্রুণালের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে
ছবি : সংগৃহীত

‘কারওয়া’ বা ‘দ্য জোয়া ফ্যাক্টর’ কোনোটিই বক্স অফিসে সফলতা পায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মালয়ালম ছাড়া অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসের চাপ আমি নিই না, তা সে তামিল, তেলেগু বা হিন্দি, যা–ই হোক। মালয়ালম ছবি কত স্ক্রিনে মুক্তি পেল, মুক্তির প্রথম দিন কত আয় করল—এমন নানা খবরাখবর রাখি। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে চাপমুক্ত হয়ে শুধু অভিনয় করতে চাই।’ বলিউডের বর্তমান পরিস্থিতি ভালো নয়, একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। এ প্রসঙ্গে দুলকার বলেন, ‘সব ইন্ডাস্ট্রিকেই ভালো-মন্দ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। দর্শকের পছন্দ আমাদের জানতে হবে, এটাই সবচেয়ে বড় কথা।’

স্ত্রী, কন্যার সঙ্গে দুলকার সালমান
ছবি : সংগৃহীত

২০১২ সালে ‘সেকেন্ড শো’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় দুলকার সালমানের। ১০ বছরের ফিল্মি ভ্রমণ সম্পর্কে অভিনেতা বলেন, ‘নিজের এই সিনেমা-ভ্রমণ নিয়ে আমি গর্বিত। আমার ক্যারিয়ারে সেসব ছবিই করেছি, যা আমি অন্তর থেকে চেয়েছি। তবে এই সিনেমা-সফর নিয়ে আমার কোনো পরিকল্পনা ছিল না।’

‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে দুলকার সালমান ও সোনম কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত আক্রমণ করাটা এখন জলভাত হয়ে গেছে। এ ধরনের আক্রমণ দুলকার কীভাবে নেন, জানতে চাইলে অভিনেতা বলেন, ‘আমার মোবাইল ঘাঁটলে বেশ কিছু স্ক্রিনশট খুঁজে পাবেন, যেখানে আমাকে অত্যন্ত বাজেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব—যেখানেই আমাকে আক্রমণ করা হয়, স্ক্রিনশট নিয়ে রেখে দিই। এমনকি যারা আমাকে বেশি আক্রমণ করে, তাদের আইডির নামও আমার মনে থাকে।’

আরও পড়ুন