২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আবার শাহরুখ খান অভিনীত ‘বীর-জারা’, আবার দর্শকের হৃদয় জয়

‘বীর-জারা’র দৃশ্য। আইএমডিবি

আলোচিত বেশ কিছু হিন্দি ছবি আবার মুক্তির হিড়িক লেগেছে বলিউডে। গত কয়েক মাসে একের পর এক হিন্দি ছবি নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এসব ছবি নতুন সব ছবিকে বক্স অফিসের দৌড়ে টেক্কা দিচ্ছে। এ তালিকায় শামিল হয়েছে শাহরুখ খানের ‘বীর-জারা’র নাম। ছবিটি মুক্তির দুই দশক পার হয়ে গেছে। এখনো যশ চোপড়া পরিচালিত এই রোমান্টিক ছবি দর্শকের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। বক্স অফিসেও ভালোই ব্যবসা করছে ‘বীর-জারা’।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত শাহরুখ খান, প্রীতি জিনতা, রানী মুখার্জি অভিনীত ছবি ‘বীর-জারা’। ১৩ সেপ্টেম্বর আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হয়েছে ছবিটিকে। প্রথম দিনই ছবিটি দর্শক টানতে শুরু করেছে।

‘বীর-জারা’র দৃশ্য। আইএমডিবি

পর্দায় শাহরুখ খানের রোমান্সের টানে নতুন প্রজন্ম ছবিটি দেখতে হলে ভিড় করছে।

‘বীর-জারা’ শাহরুখ খান অভিনীত আলোচিত রোমান্টিক ছবির একটি। মুক্তির প্রথম দিন ছবিটি ২৫ লাখ রুপির মতো আয় করেছে। শনিবার ৪০ লাখ আয় করেছে কিং খান অভিনীত ছবিটি।

আরও পড়ুন

আর গত রোববার ‘বীর-জারা’ থেকে নির্মাতাদের পকেটে গেছে ৪৫ লাখ রুপি। দর্শকের চাহিদা দেখে এই ছবির প্রদর্শনীর সংখ্যা আরও ১০০টি বাড়ানো হয়েছে। এখন ছবিটি প্রায় ৪০০টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

‘বীর-জারা’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ১ কোটি ১০ লাখ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে। ২০ বছর আগে এই ছবি দুনিয়াজুড়ে ৯৫ কোটি রুপির বেশি আয় করেছিল।

‘বীর-জারা’র দৃশ্য। আইএমডিবি

যশরাজ ফিল্মসের ছবিটি যে গতিতে এখন এগোচ্ছে, শিগগিরই এটি ১০০ কোটির মাইলফলক পার করবে বলে মনে হচ্ছে।