প্লাস্টিক বোতল রিসাইকেল করে মালাইকার পোশাক

ল্যাকমের আসরে মালাইকা
এএনআই

ল্যাকমের আসর প্রতিবারের মতো এবারো তারকাদের উপস্থিতিতে ঝলমলিয়ে উঠেছিল। ‘ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫’-এর তৃতীয় রাত মাতিয়েছিলেন অভিনেত্রী তামান্না আর নির্মাতা করণ জোহর। শনিবার শেষরাত উজ্জ্বল করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর।
আগের দিন শুক্রবার আশির দশকের নায়িকারা সারা দিন ল্যাকমের র‍্যাম্প দখল করেছিলেন। কারিশমা কাপুর, শিল্পা শেঠি, মালাইকা অরোরা ঝড় তুলেছিলেন ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে। কালো পোশাকে এই রাতকে মোহময়ী করে তুলেছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফাল্গুনী শেনের পিকক-এর চোখধাঁধানো কালেকশনের কালো ক্রপ টপ, প্যান্ট, জ্যাকেট আর ভারী অলংকারে সজ্জিত ছিলেন তামান্না।

এই একই শোর শোস্টপার ছিলেন বলিউডের নির্মাতা করণ জোহর। তিনি এই রাতের জন্য বেছে নিয়েছিলেন কালো ট্রাউজার, গ্লিটার দেওয়া শার্ট, কালো কোট। নখের কালো নেইল পলিশ, কানের দুল করণের লুককে এক অন্য মাত্রা দিয়েছিল।
তবে মালাইকার পোশাকের পেছনে লুকিয়ে ছিল এক অন্য কাহিনি। আরএলান উপস্থাপিত শোতে নম্রতা যোশিপুরা নিয়ে এসেছিলেন রিসাইকেল পোশাকের বাহার। নম্রতার কালেকশনে স্পোর্টস, জিম, এয়ারপোর্ট, হোটেল লাউঞ্চ পোশাকের বৈচিত্র্য ছিল। মালাইকা পরেছিলেন প্লাস্টিক বোতল রিসাইকেল থেকে বানানো কালো জাম্প স্যুট আর সঙ্গে জ্যাকেট। নম্রতার ডিজাইন করা পোশাক পরে আরেক অভিনেত্রী কুব্রা সেটকে ল্যাকমের মঞ্চে হাঁটতে দেখা যায়। ডিজাইনার অমিত আগরওয়াল ‘ফ্যাশন’ আর ‘ফাংশন’ একসঙ্গে এনে এক ব্যতিক্রমী প্রদর্শন উপহার দিয়েছিলেন। তাঁর এই শোর শোস্টপার ছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে মঞ্চে উষ্ণতা ছড়িয়ে ছিলেন বলিউড নায়ক ঈশান খট্টর। সাক্ষা-কিন্নি এদিন ল্যাকমের আসরে নিয়ে এসেছিলেন ‘দ্য সান-স্টপার পার্টি’ শীর্ষক আয়োজন। তাঁদের রঙিন এই আয়োজনে থ্রি-পিস কর্ড সেট পরে এসেছিলেন শহীদ কাপুরের ভাই ঈশান। র‍্যাম্পে এসে নিজের শার্ট খুলে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

‘শার্টলেস’ ঈশান ল্যাকমের আসরের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন। ব্রিটিশ ব্র্যান্ড এএসওএস ‘আ সামার অফ স্টাইল’ শীর্ষক আয়োজনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন দুই বলিউড তারকা তারা সুতারিয়া আর বীর পাহাড়িয়া। তাঁরা হাতে হাত রেখে মঞ্চে হেঁটে ল্যাকমের র‍্যাম্পে একমুঠো তাজা বাতাস ছড়িয়ে দিয়েছিলেন। সব মিলিয়ে তারকাদের দ্যুতিতে ঝলমল করছিল ল্যাকমের প্রাঙ্গণ।