জন্মদিনে ‘পুষ্পা’ নায়কের দুর্লভ কিছু ছবি দেখতে পারেন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ৪৩ বছর পূর্ণ করলেন এ অভিনেতা। নাচ, গান আর অভিনয়ে দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুন। অভিনয়ের পাশাপাশি তিনি নাচের জন্যও বেশ কয়েকবার পেয়েছেন সেরার পুরস্কার। চলচ্চিত্রজগতে ব্যস্ততার বাইরে আল্লু অর্জুন আদ্যন্ত পারিবারিক মানুষ। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার। চলুন দেখি, তাঁর পারিবারিক জীবনসহ নানা সময়ের দুর্লভ কিছু ছবি, যা হয়তো আপনার আগে দেখা হয়নি।

১ / ২০
১৯৮২ সালের ৮ এপ্রিল কেরালায় জন্মগ্রহণ করেন আল্লু অর্জুন
২ / ২০
মাত্র ১৬ বছর বয়সেই ক্যারিয়ার শুরু করেন আল্লু অর্জুন। ২০০১ সালে চিরঞ্জীবীর ছবি ‘ড্যাডি’তে রাজকুমারের নাচের স্কুলের এক তরুণ নজর কেড়েছিল। সেদিনের সেই কিশোর আজকের সুপারস্টার আল্লু অর্জুন।
৩ / ২০
অবশ্য তাঁকে পর্দায় প্রথম দেখা যায় শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে মাত্র ৪ বছর বয়সে ‘বিজেতা’ ছবি দিয়েই সিনেমার দুনিয়ায় আসেন আল্লু
৪ / ২০
আল্লু অর্জুন নামে দর্শকের কাছে পরিচিত হলেও তাঁর ডাকনামটিও বেশ পরিচিত। বেশির ভাগ ‘মালয়ালম ডাবড’ ছবিতে অভিনয় করার জন্য তিনি বহু অনুরাগীর কাছে মল্লু অর্জুন নামেও পরিচিত
৫ / ২০
পারিবারিক কোনো আয়োজনে
৬ / ২০
সিনেমায় শুধু অভিনয় করাই নয়, সিনেমা দেখতেও খুবই পছন্দ করেন আল্লু অর্জুন। শোনা যায়, একেকটি ছবি ১৫ কিংবা ২০ বারও দেখে ফেলেন কখনো কখনো
৭ / ২০
নায়কের ব্যস্ত সূচির বাইরে আল্লু অর্জুন আদ্যন্ত ‘পারিবারিক’। তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার।
৮ / ২০
২০১১ সালে তিনি স্নেহা রেড্ডিকে বিয়ে করেন। তাঁর প্রথম সন্তান আল্লু আয়ান জন্ম নেয় ২০১৪ সালে। এর দুই বছর পরে তাঁদের সংসারে যোগ দেয় আল্লু অর্হ, এই সিরিজের ছবিগুলো বিয়ের দশ বছর পূর্তিতে তাজমহলে তোলা
৯ / ২০
২০০১ সাল থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। প্রতিবছরই একটি কিংবা দুটি চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন দর্শকের জন্য
১০ / ২০
ফোর্বস ইন্ডিয়ার প্রথম ১০০ সেলিব্রিটির তালিকায় নাম উঠেছিল আল্লু অর্জুনের। ২০১৪ সাল থেকে এ তালিকায় নাম রয়েছে তাঁর
১১ / ২০
সব সময় অন্যভাবে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন আল্লু অর্জুন। জন্মদিনে হয় শিশুদের সঙ্গে সময় কাটান, নাহলে রক্তদান করেন
১২ / ২০
সিনেমায় শুধু অভিনয় করাই নয়, সিনেমা দেখতেও খুবই পছন্দ করেন আল্লু অর্জুন। শোনা যায়, একেকটি ছবি ১৫ কিংবা ২০ বারও দেখে ফেলেন কখনো কখনো
১৩ / ২০
নানা সময় নানা রকম হেয়ারস্টাইল করতে পছন্দ করেন আল্লু অর্জুন। শুটিংয়ে আল্লু।
১৪ / ২০
পুষ্পা’ ছবিতেও দর্শক তাঁর নাচের ব্যতিক্রম মুদ্রা দেখেছেন। নৃত্যে তাঁর বেশ দখল। ছোটবেলা থেকেই জিমন্যাস্টিকসে পারদর্শী হওয়ার কারণে তাঁর শরীরে সাবলীলতা অনেক বেশি। আইএমডিবি
১৫ / ২০
ছোট্ট মেয়ে অর্হা। বাবাকে শুভেচ্ছা জানাতে এমন করে ঘর সাজিয়েছে।
১৬ / ২০
গাড়ির প্রতি টান রয়েছে আল্লু অর্জুনের। তাঁর গ্যারেজে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে। রেঞ্জ রোভার থেকে ব্যক্তিগত ভ্যানিটি ভ্যান, কী নেই!
১৭ / ২০
নাচ ও অভিনয় ছাড়া আল্লু অর্জুনের আরও একটা জিনিসের প্রতি টান রয়েছে। তিনি ছবি তুলতে খুবই ভালোবাসেন।
১৮ / ২০
‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে
১৯ / ২০
মেয়ের সঙ্গে আরেকটি ছবিতে
২০ / ২০
শুধু দক্ষিণ ভারত নয়, পুরো ভারতেই আছে তাঁর ভক্ত। ভারতের বাইরে বাংলাদেশেও রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। আর তাই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ নায়ক
ভিডিও থেকে