এবার যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন তামিল অভিনেত্রী

কুট্টি পদ্মিনী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মালয়ালম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে যখন ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তোলপাড়, তখন প্রকাশ্যে এল তামিল ইন্ডাস্ট্রির যৌন হয়রানির ঘটনা। তামিল টিভি জগতের যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কুট্টি পদ্মিনী।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অনেক নারী যৌন হয়রানির কারণে আত্মহত্যা করেছেন। তিনি গায়িকা চিমায়ি ও অভিনেতা শ্রী রেড্ডিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যাঁরা আগে যৌন হয়রানি নিয়ে সোচ্চার হয়েছিলেন।

‘এ পেশা (অভিনয়) চিকিৎসক, আইনজীবী বা অন্য পেশার মতোই; আমরা কেন একে ভিন্নভাবে দেখি? এটা সম্পূর্ণ ভুল’ বলেন কুট্টি পদ্মিনী।

কুট্টি পদ্মিনী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী আরও বলেন, ‘নির্মাতা ও কলাকুশলীর দ্বারা সিরিয়ালের অভিনেত্রীরা যৌন হেনস্তার শিকার হন। অনেকেই অভিযোগ করেন না। কারণ, এটা যৌন হয়রানি হিসেবে প্রমাণ করা যাবে না। অনেকে এটা সয়ে যান।’

অনেকে অভিযোগ করলেও তাঁদের ওপর অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া হয় বলেও জানান অভিনেত্রী।
তবে তামিলনাড়ুর মন্ত্রী এম পি স্বামীনাথান সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা কোনো অভিযোগ পাননি।

আরও পড়ুন

এনডিটিভির সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে শৈশবে যৌন হয়রানির কথা জানিয়েছেন কুট্টি পদ্মিনী। তিনি বলেন, ‘যখন আমার মা যৌন হয়রানি নিয়ে কথা বলেছিলেন, তখন আমাকে হিন্দি ইন্ডাস্ট্রি থেকে ছুড়ে ফেলা হয়।’

এদিকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে কয়েক দিন ধরেই উত্তাল ভারতের মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি। মালয়ালম ইন্ডাস্ট্রিতে কীভাবে নারীদের যৌন হেনস্তা করা হয়, তা বেরিয়ে এসেছে কেরালা রাজ্য সরকারের এক তদন্ত কমিটির প্রতিবেদনে। এই প্রতিবেদন ঘিরে উত্তাল হয়ে উঠেছে কেরালা, যার ঢেউ ভারতের অন্যত্রও দেখা যাচ্ছে।