যে সিনেমার জন্য মাত্র ১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন শাহরুখ

শাহরুখ খানছবি: এএফপি

‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—পরপর তিনটি সিনেমা দিয়ে গত বছরটা যেন নিজের করে নিয়েছেন শাহরুখ খান। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন সিনেমাপ্রতি নাকি দেড় শ কোটি রুপি পারিশ্রমিক নেন অভিনেতা।

আরও পড়ুন

তবে জেনে অবাক হবেন যে এমন এক সিনেমাও আছে যেটার জন্য মাত্র এক রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা। যদিও শেষ পর্যন্ত সিনেমাটি তাঁর করা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার

২০০১ সালে মুক্তির পর এস শংকরের সিনেমা ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ব্যাপকভাবে প্রশংসিত হয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অনিল কাপুর। কিন্তু জানেন কি, এ ছবিতে শুরুতে প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের।

‘নায়ক’–এ অনিল কাপুর। আইএমডিবি

ছবিটিতে অভিনয়ের জন্য পারিশ্রমিকও নিয়েছিলেন তিনি, চুক্তি স্বাক্ষরও করেছিলেন ‘কিং খান’। ছবিটি নিয়ে শাহরুখ আগে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘তিনি (শংকর) কি বলেছেন যে তাঁর জন্য আমি একটি ছবির চুক্তিতে সই করেছি? পারিশ্রমিকও নিয়েছি। কত শুনবেন? মাত্র এক রুপি নিয়েছিলাম ওনার কাছ থেকে। ছবির জন্য পরে তারিখ জানাব বলেছিলাম।’

‘নায়ক’-এর তামিল সংস্করণ পছন্দ হয়েছিল শাহরুখের। আর তাই ছবির চুক্তিতে সই করেছিলেন। কিন্তু এই ছবি হিন্দিতে কেমন হবে, তা নিয়ে সন্দেহ ছিল অভিনেতার।

শাহরুখ খান। আইএমডিবি

তামিল ছবিতে মুখ্যমন্ত্রীর বিষয়টি মানুষ ভালোভাবে গ্রহণ করেছিল। কিন্তু উত্তর ভারতের দর্শক বিষয়টিকে কীভাবে গ্রহণ করবেন, সে বিষয়ে সন্দেহ ছিল শাহরুখের।

সৃজনশীল ভাবনা মেলেনি বলেই ওই ছবি থেকে বেরিয়ে আসেন তিনি। পরে ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর। বিপরীতে ছিলেন অভিনেত্রী রানী মুখার্জি।
শোনা যাচ্ছে যে এই ছবির একটি সিকুয়েল তৈরি করার কথা ভাবছেন সিদ্ধার্থ আনন্দ। পরিচালক হিসেবে তাঁরা মিলন লুথরিয়ার কথা ভাবছেন বলেও জানা যাচ্ছে। তবে ‘নায়ক ২’-তেও অনিল ও রানীকেই দেখা যাবে কি না, সেটা নিশ্চিত নয়।