১০ ছবিতে জেন–জিদের প্রিয় ‘লাপাতা লেডিস’ অভিনেত্রী সম্পর্কে জানুন

গত বছর কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ দিয়ে বলা যায় আবির্ভাবেই তারকা বনে গেছেন নিতাংশি গোয়েল। সিনেমাটির জন্য মাত্র ১৭ বছর বয়সেই সেরা অভিনেত্রী হিসেবে জিতেছেন আইফা পুরস্কার। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুরের সঙ্গে তুলনা, ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে-

১ / ১০
‘লাপাতা লেডিস’ সিনেমাটিতে ‘ফুল’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের মন জয় করেছিলেন নিতাংশি। এ ছবির জন্যই আইফা পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি নিজেই বিস্মিত হয়েছি। আসলে সিনেমাটি মুক্তির পর থেকেই স্বপ্নের মতো সময় কাটছে। আশা করি, এই সময়টা আরও দীর্ঘায়িত হবে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
নিতাংশিকে তাঁর অনেক ভক্ত-অনুসারীই শ্রদ্ধা কাপুরের সঙ্গে তুলনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,‘এটা (শ্রদ্ধার সঙ্গে তুলনা) আমার জন্য অনেক বড় প্রাপ্তি। চেষ্টা করব ভক্তদের জন্য আরও ভালো কাজ করতে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ১০
‘লাপাতা লেডিস’ দিয়ে পুরস্কার, খ্যাতি পেয়েছেন ঠিকই; তবে নিতাংশি জানেন, বলিউড খুব কঠিন জায়গা। এ জন্য এখন থেকেই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
‘জেন–জি’ অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নিতাংশি, এই সময়ের তরুণদের কাছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা। নিতাংশি এটাকে নিজের দায়িত্ব হিসেবেই দেখেন। এমন কিছু করতে চান না, যাতে তাঁর ভক্তরা মনঃক্ষুণ্ন হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
এখনো নতুন কোনো সিনেমার নাম ঘোষণা করেননি নিতাংশি। এ জন্য আরও কিছুটা সময় নিতে চান তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
‘আমার হাতে অনেক সময় আছে, তাড়াহুড়ার কিছু নেই। এ সময়টাতে নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে,’ বলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
কিছুদিন আগেই ‘টপ ৫০ এশিয়ান সেলিব্রিটি’র তালিকায় জায়গা পেয়েছিলেন নিতাংশি। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছে উচ্ছ্বসিত তরুণ অভিনেত্রী। নিতাংশির ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
নিতাংশি জানান, ‘লাপাতা লেডিস’ মুক্তির পর থেকে তাঁকে নিয়ে এত চর্চা হয়েছে যে মাঝমধ্যে কিছুটা বিব্রত লাগে। মনে হয়, এত খ্যাতি তাঁর জন্য চাপ হয়ে যাবে না তো! অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ক্যারিয়ারে এমন দারুণ শুরুর জন্য প্রযোজক আমির খান ও নির্মাতা কিরণ রাওয়ের কাছে কৃতজ্ঞ নিতাংশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে