‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা
‘সিকান্দার’ মুক্তি পেয়েছে রোববার। ঈদে আবার সালমান খানের ধামাকা এন্ট্রি হলো বলে প্রশংসায় ভাসতে শুরু করেছে ‘সিকান্দার মুক্তির প্রথম দিনই প্রশংসায় ভাসলেও সিকান্দার কিন্তু লড়াইয়ের মুখেই থাকছে। লড়াইটা মোহনলালের ‘এল২ এমপুরান’ আর সানি দেওলের ‘জাট’ সিনেমার সঙ্গে।
কয়েক দিন আগে অবশ্য সালমান খান প্রথম আলোকে বলেন, ‘অভিনেতা মোহনলালকে আমি খুব সম্মান করি। এই ছবির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন। আমার বিশ্বাস, এটাও এক ধুন্ধুমার সিনেমা হবে। এরপর সানির (দেওল) “জাট” আসছে। আমি চাই যে সব বহুজাতিক কোম্পানি তাদের কর্মচারীদের বেতন যেন বাড়িয়ে দেয়। কারণ, পরপর তিনটি ছবি আসছে (সজোরে হেসে)।’ সানি দেওলের ‘জাট’ মুক্তি পাবে ১০ এপ্রিল। ‘জাট’-এর সঙ্গে যেখানে সালমান খানের ‘সিকান্দার’-এর লড়াই জমবে বলে মনে করা হচ্ছে, সেখানে সানি দেওল কী বলছেন!
লড়াইকে পাশে সরিয়ে সানি দেওল বরং ‘সিকান্দার’-এর জন্য শুভকামনাই জানিয়েছেন। রোববার সকালে নিজের ইনস্টাগ্রামে ‘সিকান্দার’-এর পোস্টার শেয়ার করেছেন। এরপর সানি সেখানে লিখেছেন, ‘প্রিয় সালমান খান, “সিকান্দার”-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। চাক দে ফাট্টে।’
সানি দেওলের পাশাপাশি অন্য তারকারাও জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। মর্নিং শো দেখেই যেমন জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নিজের এক্স হ্যান্ডলে হ্যাশট্যাগ ‘সিকান্দার রিভিউ’ দিয়ে লিখেছেন, ‘ব্লকবাস্টার।’
শুধু তা-ই নয়, বিরাট কোহলি সিকান্দারকে রেটিংও দিয়েছেন। কোহলির কাছ থেকে সিকান্দার পেয়েছে ৫-এ সাড়ে ৪। সকাল ৭টা ৫৭ মিনিটে দেওয়া পোস্টে বিরাট আরও লিখেছেন, ‘টোটালি ম্যাডনেস।’
ফিল্মি কাজল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘“টাইগার জিন্দা হ্যায়” এরপর সালমান খানের সেরা এন্ট্রি সিন।’
সাঙ্গি প্যালডেন লিখেছেন, ‘“সিকান্দার দারুণ মুভি। “সুলতান”, “রেস” ও “টাইগার জিন্দা হ্যায়”-কে ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে দারুণ এবং চমৎকার বার্তা রয়েছে।’
ওয়াজির খান লিখেছেন, ‘“সিকান্দার”-একটি ব্লকবাস্টার যাত্রা! ইমোশন, অ্যাকশন এবং শক্তিশালী ডায়ালগ—সবই আছে এই সিনেমায়। ভিলেনের এন্ট্রি আনন্দ দেবে এবং ফাইটের দৃশ্যগুলো পুরাই আগুন। অ্যাকশপ্রেমী দর্শকদের জন্য মাস্ট ওয়াচ মুভি।’
সিকান্দারে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। এ ছবির অন্যান্য চরিত্রে আছেন সত্যরাজ, শারমান যোশি, কাজল আগারওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ অনেকে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘সিকান্দার’ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই দেখার পালা।