ছেলেদের নিয়ে সারাকে পরামর্শ দেন ‘চ্যাম্পিয়ন’ দাদি

শর্মিলা ঠাকুর ও সারা আলী খান। ইনস্টাগ্রাম থেকে

বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংহের যখন বিবাহবিচ্ছেদ হয়, সারা আলী খানের বয়স তখন মাত্র ৯ বছর। তারপর মা আর ভাইয়ের সঙ্গেই থাকতেন অভিনেত্রী। বাবার সঙ্গে সারার সম্পর্ক ভালোই।

আরও পড়ুন

সাইফ আর করিনা কাপুরের বিয়ের পরও সারার সঙ্গে সম্পর্কের অবনতি হয়নি সাইফের। তবে মা-বাবার বিচ্ছেদের পর দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে সারার রসায়ন আরও জমজমাট হয়।

ষাট ও সত্তর দশকে বলিউডে শর্মিলা ঠাকুরে মুগ্ধ হননি, এমন সিনেপ্রেমীর সংখ্যা বিরল। টানা টানা চোখ, বাহারি কেশসজ্জায় বঙ্গললনা রীতিমতো রুপালি পর্দা কাঁপিয়েছিলেন। রাজেশ খান্নার সঙ্গে শর্মিলার পর্দার রসায়নে মজেছিল বি-টাউন।

শর্মিলা ঠাকুর ও সারা আলী খান। ইনস্টাগ্রাম থেকে

যদিও ক্রিকেট তারকা মনসুর আলী খান পতৌদিকে বিয়ে করেন শর্মিলা। একসময় যেমন শর্মিলাকে নিয়ে খুব চর্চা হতো, তেমনই এখন চর্চায় নাতনি সারা।

তাঁর ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডের নানা মহলে নানা জল্পনা। এ ছাড়া সম্প্রতি জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাইয়ের সঙ্গে সারার প্রেমের চর্চা চলছে বলে খবর।

সারা আলী খান। এএফপি

তবে পুরুষ সঙ্গীদের নিয়ে সারা যাবতীয় বুদ্ধি নেন তাঁর দাদি শর্মিলার কাছ থেকে। তাঁকে ‘বড়ি আম্মি’ বলেন অভিনেত্রী।

দাদিই যে তাঁদের পরিবারের ভিত্তি, সে কথাই জানালেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফিল্মফেয়ারে সারা বলেন, ‘দাদিই আমাদের পরিবারের প্রধান। ২০২০ সালে যখন খুব কঠিন সময় দেখলাম, সে সময় দাদিই সামলেছিলেন। আমার বাবাও ছিলেন সঙ্গে। দাদিমা আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করেন। তিনি যেমন ঐতিহ্যকে আগলে রাখেন, ততটাই আধুনিক। আমাকে তো ছেলেদের বিষয়ে ভালোমন্দ দিকগুলো তিনিই বুঝিয়ে দেন। আমার দাদি এ ব্যাপারে চ্যাম্পিয়ন। আমাকে প্রতিমুহূর্তে আগলে রাখেন তিনি।’