৭ তারকা সন্তানের অভিষেক হচ্ছে, কে কার সন্তান

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের শেষ নেই। তবে যত বিতর্কই হোক, তারকাদের পুত্র-কন্যারা যে সিনেমায় যুক্ত হবেন, এ আর নতুন কী। ২০২৫ সালেও বেশ কিছু তারকা সন্তানকে পর্দায় দেখা যাবে। হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক এমন সাত তারকা সন্তানের খবর।

১ / ৭
শানায়া কাপুর। সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে শানায়া। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তাঁর প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় আসেনি ছবিটি। পরে জানা যায়, ‘বেধড়ক’ নামে ছবিটি স্থগিত হয়েছে। চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
ইব্রাহিম আলী খান। আগে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
আহান পান্ডে। চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ওরফে ব্যবসায়ী অলক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
৪ / ৭
রাশা থাডানি। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’ সিনেমাটি। এ ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যার। ছবিটিতে আছেন অজয় দেবগনও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৫ / ৭
সিমার ভাটিয়া। এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগনি সিমার ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিমারকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সিমারের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
আরিয়ান খান। গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া উঠে আসবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির পরিচালক শাহরুখ খান ও গৌরি খানের বড় সন্তান আরিয়ান খান। আরিয়ানের ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
আমান দেবগন। নামের সঙ্গে দেবগন পদবি দেখে অজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক আন্দাজ করা শক্ত নয়। তিনি অজয় দেবগনের ভাগনে, নীলমের ছেলে। রাশা থাডানির সঙ্গে অভিষেক কাপুরের ‘আজাদ’ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তাঁর। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে